Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story

নিজের সঙ্গে লড়েই এগিয়ে যেতে চায় ছোট দুধপাতিলের মেধাবী সুচরিতা

ওয়েটুবরাক, ২৪ জুলাই : শারীরিক প্রতিবন্ধী মেয়েটিই অঘোষিত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ছোট দুধপাতিল এলাকায়৷ জিতেও নেয় সেই চ্যালেঞ্জ৷ শুধু ছোট দুধপাতিল হাই স্কুলে নয়, গোটা দুধপাতিল এলাকায় এ বছরের মাধ্যমিক পরীক্ষায় সুচরিতা দাসই সেরা ফল করেছে৷ ৮৫.১৯ শতাংশ নম্বর, পাঁচটি লেটার৷ এখন সে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের ছাত্রী৷ বিজ্ঞানের বাছাই করা পড়ুয়ারাই এখানে একাদশে ভর্তি হয়৷ এ বারের লড়াইটা কি একটু কঠিন মনে হচ্ছে ? পা দুটো বাঁকা হলেও চ্যালেঞ্জ মোকাবিলায় পিছিয়ে যাওয়ার পাত্রী নয় সে৷ মুচকি হেসে শোনায়, কারও উদ্দেশে কখনও তার কোনও চ্যালেঞ্জ ছিল না৷ চ্যালেঞ্জ তার নিজের সঙ্গে৷ প্রতিদিন সে নিজেকে জিজ্ঞেস করে, সামনের পথ আরও কঠিন, পারবে তো? সেখান থেকেই শক্তি অর্জন করে সুচরিতা৷ প্রতি মুহুর্তে শপথ নেয়, “পারব, পারতেই হবে৷” মূল লক্ষ্য তার ডাক্তার হওয়া৷

ছোট দুধপাতিলের মতো গ্রাম থেকে এসেছে বলে ভীত নয় মোটেও৷ বরং খুব কম কথায় শুনিয়ে দেয়, “পড়তে হবে৷ আরও বেশি পড়তে হবে৷” মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত সাত-আট ঘণ্টা পড়েছে বীরচরণ দাস ও নয়নতারা দাসের মধ্যম কন্যা৷ পেশায় ঠিকাশিক্ষক বীরচরণ জানান, তার তিন কন্যা৷ বড় মেয়ে উওমেনস কলেজে স্নাতক স্তরে পড়ছে৷ ছোটটি ক্লাশ সেভেনে৷ তাদের পড়ানোর জন্য তাঁর পক্ষে যতটা করা সম্ভব, তিনি করে যাবেন৷

এর অবশ্য প্রমাণও তিনি রেখে চলেছেন৷ সুচরিতা নাগাড়ে একশো মিটার হাঁটতে পারে না৷ হাঁফিয়ে ওঠে৷ আগে বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে স্কুল থাকলেও সমস্যা হয়নি৷ গ্রামের ভেতরে বলে তিনি নিজেই আনা-নেওয়া করতে পেরেছেন৷ কিন্তু শিলচর শহরের অম্বিকাপট্টিতে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে তা সম্ভব হবে না৷ তাই মেয়ের জন্য কলেজের ঠিক বিপরীতে ঘর ভাড়া নিয়ে নিয়েছেন৷

সুচরিতার বিশ্বাস, শহরেও কোনও সমস্যা হবে না তার৷ কারণ ছোটবেলা থেকেই বন্ধুদের সাহায্য পেয়েছে৷ স্কুল থেকে আনার জন্য বাবার কখনও দেরি হলে, সহপাঠীরা কখনও তাকে ফেলে আসেনি৷ শিক্ষকরাও খুব সহযোগিতা করেছেন৷ যোগেন্দ্রচন্দ্র দাস বিনা ফিতে বাড়িতে ডেকে নিয়মিত অঙ্ক করিয়েছেন৷ এই বন্ধুভাগ্য, শিক্ষক সহায়তাটা এখানেও অটুট থাকবে বলেই বিশ্বাস সুচরিতার৷

এর মধ্যে সক্ষম-যোগ হয়ে গিয়েছে এ বার৷ সক্ষমের সংগঠক মিঠুন রায় নিজে খুঁজে বার করেছেন দিব্যাঙ্গ মেধাবী ছাত্রীটিকে৷ শনিবার নিজের জন্মদিন উপলক্ষে উপহার নিয়ে তার ভাড়াবাড়িতে ছুটে গিয়েছেন মিঠুন৷ জানিয়ে এসেছেন, লক্ষ্যপূরণে সক্ষম তার পাশে রয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker