NE UpdatesHappeningsBreaking News

জারিজুরি ফেল, আদালতের রায়ে আগরতলায় পূর্বনির্ধারিত স্থানেই হবে তৃণমূলের জমায়েত

ওয়েটুবরাক, ৩০ অক্টোবর : তূণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঠেকাতে ত্রিপুরার বিজেপি দল ও সরকার দফায় দফায় কৌশল নিয়েছে, বদলেছেও৷ সবশেষে শুক্রবার কোভিড নির্দেশিকা জারি হয়, যে সব রাজ্যে কোভিড সংক্রমণের হার ৫ শতাংশের বেশি, সে সব রাজ্যের মানুষ ত্রিপুরায় প্রবেশ করতে পারবে না৷ ৯টি রাজ্যের নামোল্লেখ করা হয় ওই নির্দেশে৷ এর মধ্যে ছিল অভিষেকের রাজ্য পশ্চিমবঙ্গও৷ কিন্তু তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ তালিকা প্রকাশ করে জানিয়ে দেয়, তাদের রাজ্যে কোভিড সংক্রমণের হার এখন ৫ শতাংশের নীচে রয়েছে৷ এমনকী পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই এখন কোভিড সংক্রমণের হার ৫ শতাংশের বেশি নয়৷ বিপাকে পড়ে যায় বিপ্লব দেবের সরকার৷

কিন্তু অভিষেক এসে সভা করে যাবে, তা কোনওমতে মেনে নিতে পারছিলেন না বিজেপি নেতারা৷ দুপুরে পুলিশ জানায়, অভিষেক ব্যানার্জি এসে সভা করলেও তা করতে হবে বিবেকানন্দ প্লে গ্রাউন্ডে৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হবে না৷ জেদ চাপে তৃণমূলেরও৷ আদালতের শরণাপন্ন হন৷ শেষে জরুরি বিষয় হিসাবে হাইকোর্টের কাছে বিচার চান৷ বিচারপতি শুভাশিস তলাপাত্র উভয় পক্ষের বক্তব্য শুনে রবীন্দ্র ভবনের সামনেই সভা করার অনুমতি দেন৷ সঙ্গে শর্ত জুড়ে দেন, ৫০০-র বেশি লোক সমাগম হবে না৷ থানায় গিয়ে এ সংক্রান্ত লিখিত দিতে হবে তৃণমূল নেতাদের৷

তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ জানান, সব শর্ত পূরণে তাঁরা প্রস্তুত রয়েছেন৷ পুলিশকে সব ধরনের সহযোগিতা করবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker