Barak UpdatesBreaking News
ভিভিপ্যাটঃ নির্বাচন কমিশনে ধাক্কা খেল বিরোধীরাVVPAT: A big setback for opposition from ECI
২২ মেঃ ভিভিপ্যাট নিয়ে বিরোধীদের দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন। জানিয়ে দিল, বৃহস্পতিবারের ভোটগণনায় কোনও পরিবর্তন হচ্ছে না। বিধানসভা ভিত্তিক পাঁচটি বুথেরই ভিভিপ্যাটের স্লিপ গোনা হবে। আর তা হবে ইভিএমে ভোটগণনার পর। মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে ইভিএমের আগে ভিভিপ্যাট স্লিপ গোণার দাবি জানিয়ে এসেছিল বিজেপি বিরোধী ২২টি রাজনৈতিক দলের জোট।
আগে তারা সমস্ত ভিভিপ্যাটের কাগজের স্লিপের সঙ্গে ইভিএমের তথ্য মিলিয়ে দেখার দাবি করেছিল। আগেই তা নাকচ করেছিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের যুক্তি ছিল, সমস্ত কাগজের স্লিপ মিলিয়ে দেখতে হলে নির্বাচনের ফল বেরতে অনেক দেরি হয়ে যাবে। শেষ পর্যন্ত বিধানসভা পিছু পাঁচটি বুথে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখার অনুমতি দেয় সু্প্রিম কোর্ট।
ভিভিপ্যাটের স্লিপ আগে গণনার দাবি নিয়ে বুধবার দিল্লিতে জরুরি বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। পরে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভোটগণনায় আর কোনও পরিবর্তন এখন হচ্ছে না।