Barak UpdatesHappeningsBreaking News

ইউবিআই কোঅপারেটিভের উদ্যোগে ঠালিগ্রামে ত্রাণ বিলি
UBI Cooperative Society gives relief at Thaligram

২৫ এপ্রিল: ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পিয়াজ থ্রেফট এণ্ড মেডিকেয়ার কো-অপারেটিভ এর উদ্যোগে এক ত্রাণ শিবির আয়োজিত হয় শনিবার। উধারবন্দ ঠালিগ্রামের এই শিবিরে ৮০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয় সংস্থা। রাজা গোবিন্দচন্দ্র পাঠাগারে চলে এই বিতরণ কর্মসূচি। খাদ্য সামগ্রী ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সাবান দেওয়া হয় । একটি করে মাস্কও তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার করার জন্য আবেদন করা হয়।

এ দিনের অনুষ্ঠানে সক্রিয় সহায়তা করেন নির্মল কুমার রায়, ধনঞ্জয় তেলি, নরসিংহ রায়, শিবু রায়, প্রহ্লাদ বণিক , মোহিত দাস, সাগর রবিদাস ও রাহুল রায়। সংস্থার কর্মকর্তাদের কথায়, লকডাউনের ফলে সাধারণ মানুষ বিশেষ করে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে । সরকারি সাহায্য প্রয়োজনের তুলনায় অনেক কম৷ ফলে সহৃদয় মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি নিজেদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মূলত এই চিন্তাধারা থেকেই এগিয়ে এসেছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া ইম্পিয়েজ থ্রেফট এণ্ড মেডিকেয়ার কোপারটিভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker