NE UpdatesHappeningsBreaking News
আসামের আরও এক জেলায় লকডাউনIt’s lockdown now in another district of Assam
৯ জুলাই ঃ করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় আসামের আরও এক জেলায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জনগণের সুরক্ষার কথা চিন্তা করে গোলাঘাট জেলা প্রশাসন পুর এলাকায় বুধবার থেকে লকডাউন ঘোষণা করেছে। গোলাঘাটের জনসংযোগ আধিকারিক এক বিবৃতিতে জানিয়েছেন, ৯ জুলাই সন্ধ্যা ৭টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউন ১৭ জুলাই পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মেডিক্যাল, ইলেকট্রিসিটি, পিএইচই-র কাজকর্ম ছাড়া সব বন্ধ থাকবে।
উল্লেখ্য, ১৮ ও ১৯ জুলাই শনি ও রবিবার থাকায় এই দু’দিন এমনিতেই লকডাউন থাকবে। ফলে ২০ জুলাই অর্থাৎ সোমবার থেকে গোলাঘাটে বাজার খুলবে বলে মনে করা হচ্ছে। গোলাঘাটের জেলাশাসক বিভাস চন্দ্র মোদি জানিয়েছেন, জনগণের সুরক্ষার কথা চিন্তা করে জেলা প্রশাসন বাধ্য হয়েই এই পদক্ষেপ গ্রহণ করেছে। জেলাশাসক বলেন, এই সময়ের মধ্যে লকডাউন কঠোরভাবে পালন করা হবে। তিনি জনগণকে ঘরে থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি প্রশাসনকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।