HappeningsBreaking News

ত্রিপুরায় গেল সমুজ্জল বাহিনী
Team Samujjal goes to Tripura

১০ জানুয়ারিঃ নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন (নেসো)-র এক প্রতিনিধি দল আগরতলা গিয়েছে। তাঁরা শুক্রবার গোলাগুলির জায়গাটা দেখতে যাবেন। কথা বলবেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। পরে জিবি হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে দেখা করবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন নেসো-র চেয়ারম্যান সমুজ্জল ভট্টাচার্য।

আসু-নেসোর নেতারা বলেন, এইভাবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ করা অনুচিত। এইভাবে কাউকে দমানো যায় না।

মঙ্গলবার নাগরিকত্ব বিলের বিরুদ্ধে উত্তর-পূর্বাঞ্চল বনধে ত্রিপুরার একদল উপজাতি যুবক পথে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। লাঠিচার্জ, জলকামান চলে। দুই যুবক গুলিবিদ্ধও হন। তাদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শাসকজোটের শরিক হয়েও আইপিএফটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মন্ত্রী মেবারকুমার জমাতিয়া আহতদের সঙ্গে দেখা করে দোষী পুলিশদের চিহ্নিত করার দাবি জানান। রাজ্যের ছয়টি উপজাতি সংগঠনের জোট গুলি চালানোর প্রতিবাদে ১২ জানুয়ারি ত্রিপুরা বনধের ডাক দিয়েছে।

মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব জানিয়েছেন, একজন জেলাশাসককে দিয়ে এই ঘটনার তদন্ত করানো হবে। দ্রুত রিপোর্ট প্রকাশের নির্দেশ দেওয়া হবে। এ দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা ত্রিপুরায় আরও ২দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলে পুলিশ জানিয়েছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker