NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
স্কুল-কলেজে গিয়ে অনলাইন ক্লাশ করবেন শিক্ষকরা, ঘোষণা রাজ্য সরকারেরTeachers to do online classes from their respective school, college
৪সেপ্টেম্বরঃ সেপ্টেম্বরে আসামে স্কুল-কলেজ বা কোনও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না৷ কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সঙ্গতি রেখে আসাম সরকার শুক্রবার জানিয়ে দিয়েছে এ কথা৷ রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ বলেন, কোচিং ইনস্টিটিউটগুলোও এ মাসের শেষদিন পর্যন্ত বন্ধ থাকবে৷ চলতে থাকবে অনলাইন ক্লাশ ও ডিসট্যান্স লার্নিং৷ তবে ওই অনলাইন ক্লাশ বা টেলি কাউন্সেলিংয় শিক্ষকদের স্কুল-কলেজে গিয়ে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে পঞ্চাশ শতাংশ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন৷ কন্টেনমেন্ট জোনে অবশ্য এই নির্দেশ কার্যকর নয় বলে একইসঙ্গে উল্লেখ করা হয়েছে৷
মুখ্যসচিব জানান, স্কুল না খুললেও নবম থেকে ্দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অভিভাবকদের লিখিত সম্মতি নিয়ে স্বেচ্ছায় স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে দেখা করতে পারবে৷ দক্ষতা ও ঔদ্যোগিক প্রশিক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা ও কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলতে পারে৷ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণামূলক এবং অপরিহার্য ল্যাবরেটরি বিষয়ক কাজকর্ম চলতে পারে৷ সে ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতর পৃথক নিয়মনীতি জানাবে৷