Barak UpdatesHappeningsBreaking News
বিমানবন্দরেই সংগ্রহ কাছাড়ের যাত্রীদের লালারসের নমুনা
Swab samples of air passengers collected at Silchar airport

২৯ মেঃ শিলচর বিমানবন্দরেই কাছাড়ের যাত্রীদের লালারসের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আগে যারা বিমানে এসেছেন, তাদের লালারসের নমুনা শিলচর এনআইটি স্থিত কোয়রান্টাইন সেন্টার থেকে সংগ্রহ করা হয়। তাতে নানা হ্যাপা। তাই স্বাস্থ্য বিভাগ বিমানবন্দরেই সে কাজ সেরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শুক্রবারই নতুন ব্যবস্থা চালু হয়েছে। কার্গো কমপ্লেক্সে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। টেস্টের জন্য অপেক্ষমান যাত্রীদের পৃথক বসারও ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার বেলা ২টা ৫ মিনিটে দিল্লি-গুয়াহাটি-শিলচর বিমানে মোট ৫৬ জন যাত্রী অবতরণ করেন। একই বিমানে এখান থেকে যান ৪৯জন।