Barak UpdatesHappeningsBreaking News
সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কালীগঞ্জে যুবক গ্রেফতারSocial Media Post, youth arrested at Kaliganj
২২ এপ্রিল : সন্ন্যাসী হত্যার ঘটনাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতারই হলেন করিমগঞ্জ জেলার কালীগঞ্জের যুবক ইসলাম উদ্দিন৷ বজরং দলের স্থানীয় সভাপতি স্নেহাল চক্রবর্তী মামলা দায়েরের পর তিনি নিজেই কালীগঞ্জ ফাঁড়িতে চলে গিয়েছিলেন৷ করিমগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে পুলিশ এই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এরপরেই বাগবাড়ি গ্রামের ইসলাম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে।
One Md Islam Uddin of Kaliganj area under Karimganj PS has been arrested in conn. with Karimganj PS Case No-318/20 & forwarded to judicial custody for uploading an objectionable post intending to incite communal tension, on his FB profile.#ThinkBeforeYouShare@assampolice pic.twitter.com/qXHxaloHk5
— Karimganj Police (@karimganjpolice) April 22, 2020
জানা গেছে, বুধবার পুলিশ যুবককে গ্রেফতার করে করিমগঞ্জ মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে পাঠায়। এরপর আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই যুবক নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি মন্তব্য করার ফলে গোটা জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই পুলিশ নড়েচড়ে বসে। ইসলাম উদ্দিন কালীগঞ্জ এলাকার গ্যাস এজেন্সির কর্মী। সে পুলিশকে জানায়, তার অ্যাকাউন্ট হ্যাক করে একটি দুষ্টচক্র এমন কাজ করেছে। পুলিশ তাকে করিমগঞ্জ সদর থানায় এনে আটকে রাখে৷ জেরা চলে একের পর এক৷ শেষে নিজের দোষ স্বীকার করে নেয়৷ বুধবার তাকে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ৷ পরে বিচারকের নির্দেশে জেলে পাঠায়৷