SportsBreaking News
শিলচরের সুজয় দত্তরায় অসম রনজি দলের ম্যানেজারSilchar’s Sujoy DuttaRoy is now Manager of Assam’s Ranji team
৩ জানুয়ারিঃ কানপুরে আয়োজিত রনজি ম্যাচে অসম রাজ্য দলের ম্যানেজার নিযুক্ত হয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রবীণ কর্মকর্তা সুজয় দত্তরায়। আগামী ৭ তারিখ থেকে ম্যাচ শুরু হবে। তাই শুক্রবারই টিমের যাবতীয় ব্যবস্থাপনার জন্য সুজয়বাবু শিলচর থেকে রওয়ানা হবেন। বেলা ১১টা ৪০ মিনিটের বিমানে প্রথমে যাবেন গুয়াহাটিতে। সেখান থেকে দি্ল্লি হয়ে লখনউ। পরে বাসে পৌঁছাবেন কানপুরে। উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলার জন্য আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এরই মধ্যে টিমের নাম ঘোষণা করেছে। অধিনায়ক অমিত সিনহা। দুই উইকেট কিপার কুনাল শইকিয়া ও অভিষেক ঠাকুরি। অন্য ক্রিকেটাররা হলেন পল্লবকুমার দাস, ঋষভ দাস, বিপ্লব শইকিয়া, রাহুল হাজরিকা, গোকুল শর্মা, স্বরূপম পুরকায়স্থ, অরূপ দাস, মৃন্ময় দত্ত, মুক্তার হোসেন, প্রীতম দাস, জিতুমণি কলিতা ও রঞ্জিত মেধি। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালিকায় উল্লেখ রয়েছে, ম্যানেজার সুজয় দত্তরায়। কোচ সৈয়দ জাকারিয়া জাফরি। ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। তৌহিদ আলি তালুকদারকে ট্রেনার ও পারভিজ ভাটিকে দলের ফিজিও হিসেবে নিয়ে যাওয়া হবে। রাজেশ শর্মা থাকবেন ভিডিও অ্যানালিস্টের দায়িত্বে। এই অঞ্চল থেকে অভিষেক ও প্রীতম খেলোয়াড় তালিকায় রয়েছেন।
সুজয়বাবুই প্রথম শিলচর জেলা ক্রীড়া সংস্থা বা এই অঞ্চল থেকে রনজি ম্যাচের ম্যানেজার হিসেবে নিযুক্তি পেয়েছেন। তাঁর এমন নিযুক্তিতে জেলার ক্রীড়ামহলে আজ খুশির হাওয়া। দিনভর অভিনন্দন, শুভেচ্ছা পেয়েছেন সুজয়বাবু। অভিনন্দন জানানো হয়েছে প্রীতম-অভিষেককেও।
English text here