Barak UpdatesHappeningsCultureBreaking News

মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শিলচরে এআইডিএসও-র র‍্যালি
AIDSO takes out rally on the occasion of mother tongue Day

২১ ফেব্রুয়ারি : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করুন এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমল। সংগঠনগুলির যৌথ উদ্যোগে শিলচরের শিলংপট্টিতে থাকা অমর ভাষা শহিদ কমলা ভট্টাচার্যের মূর্তির পাদদেশ থেকে প্রভাতফেরি বের হয়। এ দিন শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান করেন প্রদীপ কুমার দেব, ভবতোষ চক্রবর্তী, সুব্রতচন্দ্র নাথ, প্রশান্ত ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য প্রমুখ। সেখানে উপস্থিত জনগণের সামনে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সুব্রতচন্দ্র নাথ।

তিনি বলেন, ইতিহাসের কিছু কিছু দিন সংগ্রামের ধারাকে সময়ের পরম্পরায় বয়ে নিয়ে যায়। আগামীর কাছে রাখে আর এক প্রত্যয়, মনের মধ্যে তোলে অনুরণন, বুকে জোগায় অপরিসীম সাহস। একুশে ফেব্রয়ারির তাৎপর্য এখানেই। এ দিনটিতে কয়েকটি তরুণ প্রাণ রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়েছিল মাতৃভাষার অধিকার। জন্ম দিয়েছিল নূতন সংস্কৃতির, উচ্চ মূল্যবোধের, গভীর আবেগের। এই মহান আন্দোলন কেবল মাতৃভাষার প্রতি আবেগ ও অধিকারের জাগরন ঘটায়নি। জাগরন হয়েছে একুশে’র এক চেতনার, ধর্মনিরপেক্ষ সংস্কৃতি ও যাপনের চেতনা। এই চেতনাই জেগে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা হয়ে। সংগ্রামী চেতনার এক অসামান্য উত্থানের ইতিহাস। যা পরবর্তীতে জন্ম দিয়েছিল ‘৫২ এর ভাষা আন্দোলন, ৬১’ শিক্ষা আন্দোলন, ৬৬’র আন্দোলন, যা পূর্ণরূপ পায় ৭১’র মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের জন্ম। তাই ভাষা আন্দোলনের সংগ্রামী আবেদন আজ আর শুধু একটি দেশে সীমিত নেই। ১৯৯৯ সালে ‘ইউনেস্কো’ এই দিনটিকে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে।

সুব্রত নাথ এও বলেন, ভাষা সভ্যতার ধারক ও বাহক। জন্ম দেয় সংস্কৃতি, মূল্যবোধ, কৃষ্টি ও রুচির। তাই তাকে আগলে রাখা সমস্ত জাতির কর্তব্য। তিনি বলেন, আসামের ভাষিক সংখ্যালঘুদের মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬১, ১৯৭২, ১৯৮৬ ও ১৯৯৬ সালে বরাক উপত্যকার মাটি রঞ্জিত হয়েছে ভাষা শহিদদের রক্তে। প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষার অধিকার। আজ এই অধিকারকে কেড়ে নিতে চাইছে উগ্র-প্রাদেশিকতাবাদী ও সাম্প্রদায়িক শক্তি। কিন্তু ভাষা আন্দোলনের চেতনায় বলীয়ান হয়ে আবারও এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker