India & World UpdatesHappeningsBreaking News
Sharjeel Imam taken for 5 days police custody
শার্জিলকে ৫ দিনের রিমান্ডে নিল দিল্লি পুলিশ

৩০ জানুয়ারি : শাহীনবাগে এক প্রকাশ্য সভায় আসাম সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে জেএনইউ-র প্রাক্তন ছাত্র শার্জিল ইমামকে গ্রেফতারের পর পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আদালত কমপ্লেক্সের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বাসভবনে ইমামকে পেশ করা হয়।
এ দিন দিল্লি পুলিশ আদালতের কাছে শার্জিল ইমামকে তাদের হেফাজতে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিল। এরপরই আদালত ইমামকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত গত ২৮ জানুয়ারি বিহারের জাহানাবাদ থেকে শার্জিলকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার দিল্লি পুলিশ তাঁকে দিল্লিতে নিয়ে যায়। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শার্জিল ইমামের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছিল।