NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশন : সুর নেমে এলো কংগ্রেসের
ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বরঃ আচমকা ডিলিমিটেশনের প্রক্রিয়া শুরু করায় কংগ্রেস আগের দিন যত চড়া সুদে কথা বলেছিল, ২৪ ঘণ্টা পর বরাক সফরে এসে সভাপতি ভূপেন বরা ততটা সুর চড়ালেন না। বৃহস্পতিবার তিনি সদলবলে শিলচরে এসে বলেন, আমরা এর বিরোধী নই। কংগ্রেস আমলেই ডিলিমিটেশনের প্রস্তাব দেওয়া হয়। তবে ডিলিমিটেশনের নামে কোনও অনিয়ম হলে কংগ্রেস চুপ করে বসে থাকবে না। তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। শিলচরকে তফসিলি জাতি সংরক্ষিত করে করিমগঞ্জের সংরক্ষণ তুলে নেওয়ার প্রস্তাবে বরা বলেন, ডিলিমিটেশনে এমনটা হতেই পারে। তবে খেয়াল রাখতে হবে, যেন কোনও অনিয়ম না হয়। প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে বরাক সফরে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং উপনেতা রকিবুল হোসানও এসেছেন।