NE UpdatesHappeningsBreaking News
পুলিশি হেফাজতে মৃত্যু, বটদ্রবা থানায় আগুন, গ্রেফতার ১৫
২২ মে : পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার নগাঁও জেলার বটদ্রবা থানায় তীব্র উত্তেজনা বিরাজ করেছে। উত্তেজিত জনতা পুলিশকে মারধর করে থানায় আগুন ধরিয়ে দেয়। এতে থানার বেশকিছু মূল্যবান নথিপত্র এবং রাইফেল, পিস্তল ইত্যাদি পুড়ে নষ্ট হয়েছে। থানার ঘরটিও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত ব্যক্তি ধিঙের সালনাবাড়ির সফিকুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে।
উত্থাপিত অভিযোগ অনুযায়ী, বটদ্রবা থানার আধিকারিকদের দাবিমতো ঘুষ না দেওয়ায় পুলিশ সফিকুলকে মারধর করে। এতেই তার মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশি হেফাজতে তার মৃত্যুর খবর জানাজানি হতেই থানায় চড়াও হন একাংশ জনতা। এরপরই তারা সেখানে থাকা দুজন পুলিশ কর্মীকে মারধর করে ও থানায় আগুন ধরিয়ে দেয়। দমকলের ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, সফিকুলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশ হাঁস, মুরগি ও নগদ অর্থ দাবি করেছিল। কিন্তু এ সব না দেওয়ায় তার ওপর নির্যাতন চালিয়েছে পুলিশ। জানা গেছে, সফিকুল মাছের পোনা বিক্রির ব্যবসা করতেন।
এ দিকে, এ ঘটনার পর পুলিশ অভিযুক্তদের ধরতে তৎপর হয়ে উঠেছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার সময় করা ভিডিও ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের আটক করার অভিযানে নেমেছে। জানা গেছে, গতকাল রাতে এলাকার অলিগলিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কম করেও ১০০ জন জড়িত রয়েছে।