Barak UpdatesHappeningsBreaking News
বরাকবাসীকে এখন অনেক সতর্ক হতে হবে, বললেন মেডিক্যালের অধ্যক্ষPeople of Barak Valley now should be very cautious, says Principal of SMCH
সন্ধ্যা পর্যন্ত 26টি রিপোর্ট চূড়ান্ত হয়েছে, সবকটি নেগেটিভ
7 মেঃ আজমিরের বাসের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হতেই বুধবার রাতে শিলচর মেডিক্যাল কলেজে বাকি সব যাত্রীদের লা্লারসের নমুনা পরীক্ষা শুরু হয়। তা চলে বৃহস্পতিবারও। ফলাফল এখনও প্রকাশ হয়নি। তবে ফল প্রকাশের আগেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানিয়ে দেন, পরিস্থিতি ভাল নয়। বরাকবাসীকে এখন খুব বেশি সতর্কতার সঙ্গে চলতে হবে। বুধবারই রাজ্যের প্রথম করোনা রোগী জামালউদ্দিনকে মেডিক্যাল থেকে ছাড়া হয়। একমাসের বেশি সময়ে সুস্থ করা হয়েছিল তাঁকে। কিন্তু এ নিয়ে স্বস্তি প্রকাশের সুযোগ পাননি তাঁরা। এরই মধ্যে শোণিতপুরের ফরিদুল ইসলামের করোনা ধরা পড়ল।
সন্ধ্যায় উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, তখন পর্যন্ত 26টি রিপোর্ট চূড়ান্ত হয়েছে। সবকটি নেগেটিভ।