India & World UpdatesHappeningsBreaking News

২৭ এপ্রিল শহিদ তর্পণে বেকিরপারে ত্রিপুরার মন্ত্রী মেবার জমাতিয়া

ওয়েটুবরাক, ৮ এপ্রিল : কাছাড় জেলার বেকিরপারে শ্রীকৃষ্ণ রুক্মিনী কলাক্ষেত্র তিনদিনের শহিদ তর্পণ ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে৷ এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ত্রিপুরার জনজাতি কল্যাণ ও মৎস্যমন্ত্রী মেবারকুমার জমাতিয়া৷ তিনি আগামী ২৭ এপ্রিল শিলচরে আসবেন৷

Rananuj

কলাক্ষেত্রের চেয়ারম্যান বিধান সিনহা জানিয়েছেন, এই অনুষ্ঠান আসলে ভাররতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত অমৃত মহোৎসবেরই অঙ্গ৷

১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধে শহিদ হয়েছিলেন সেনা জওয়ান রাধামোহন সিনহা, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর উরি সেক্টরে প্রাণ হারান সেনা সুবেদার আরেক রাধামোহন সিনহা, ২০০০ সালের ৬ মে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শহিদ হন সেনা জওয়ান চন্দ্রকান্ত সিনহা, ২০০২ সালের ১৮ জুলাই দিয়ুংমুখে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান আসাম পুলিশ ব্যাটেলিয়নের উত্তম সিনহা, মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন সিআরপিএফের সুশান্ত মিশ্র এবং ২০০৭ সালের ২৩ জানুয়ারি শ্রীনগরে শহিদত্ব বরণ করেন সিআরপিএফের শ্রীকান্ত মিশ্র৷ তাঁদের উদ্দেশেই সে দিন শহিদতর্পণ করবেন মন্ত্রী মেবার জমাতিয়া৷

২৭ এপ্রিল সকালে কাবুগঞ্জের লক্ষ্মীনগর হাই স্কুল থেকে মার্চ পাস্ট শুরু হবে৷ পাকইপারে শহিদ সুদেষ্ণা সিনহার মূর্তি, দক্ষিণ বেকিরপারের রাধাগোবিন্দ সেবাশ্রম হয়ে কলাক্ষেত্রে গিয়ে সেলামি প্রদান করা হবে৷ চলবে শহিদ তর্পণ ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাংস্কৃতিক মহোৎসব৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker