Barak UpdatesHappeningsBreaking News

এনআইটির সমাবর্তনে আত্মনির্ভরতার পাঠ দিলেন বিমল বরা

ওয়েটুবরাক, ৩ নভেম্বর : ২০২০ সালের সমাবর্তনে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ভার্চুয়ালি দীক্ষান্ত ভাষণ দিয়েছিলেন। ২০১২ সালে সমাবর্তন অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও আয়োজক ডিরেক্টর এনভি দেশপান্ডে৷ এ বার একাদশ সমাবর্তনেও মঞ্চে ছিলেন দুই প্রথিতযশা বিজ্ঞানী পদ্মশ্রীতে সম্মানিত এপি দ্যাশ এবং উত্তর-পূর্ব মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের ডিরেক্টর এসপি আগরওয়াল৷ দীক্ষান্ত ভাষণ দেন বিমল বরা৷ রাজ্যের শিল্প, বাণিজ্য ও সংস্কৃতি পরিক্রমা মন্ত্রী৷

দেশ-বিদেশ থেকে শিলচরে পড়তে আসা সদ্য বিটেক, এমটেক, পিএইচডি প্রাপকদের অসমের অগ্রগতির কথা শোনালেন মন্ত্রী বরা৷ বললেন, “আসাম আত্মনির্ভরশীল হচ্ছে, আপনারাও ডিগ্রি নিয়ে আত্মনির্ভর হোন৷” অসমে মেধা বিনিয়োগের বহু ক্ষেত্র তৈরি হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের আমলে, এই দাবি করে সেখানে নিজেদের নিয়োজিত করতে পরামর্শ দেন তিনি৷

এর আগে বিজ্ঞানী আগরওয়াল বলেন, ভারতে এখন মহাকাশ গবেষণার, মহাকাশ নিয়ে ইঞ্জিনিয়ারদের কাজ করার মত অবকাশ রয়েছে, আজকের ডিগ্রিপ্রাপক বা পড়ুয়ারা এই দিকটা খেয়াল রাখতে পারেন৷ মূল্যবান বক্তব্য রাখেন তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন কর্মকর্তা দ্যাশও৷ তবে এনআইটির মতো প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহে শব্দবৈকল্যের দরুন আয়োজক প্রতিষ্ঠানের ডিরেক্টর তথা বোর্ড অফ গভর্নরের চেয়ারম্যান দিলীপকুমার বৈদ্যের রিপোর্ট পেশ বা বিজ্ঞানীদ্বয়ের বক্তৃতা প্রায় শোনাই যায়নি৷

এ বছর ৮৩০ জনকে বিটেক, ১৭৯ জনকে এমটেক, ৫৮ জনকে এমএসসি, ৫০ জনকে এমবিএ এবং ৯৯ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker