Barak UpdatesHappeningsBreaking News

বাড়ি গিয়ে কবীন্দ্র পুরকায়স্থকে সান্মানিক ডক্টরেট দিল আসাম বিশ্ববিদ্যালয়

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে সাম্মানিক ডক্টরেট দিল আসাম বিশ্ববিদ্যালয়৷ গত ১৩ সেপ্টেম্বর সমাবর্তনে উপস্থিত হতে না পারায় শুক্রবার ৯৪ বছর বয়সি বিজেপি নেতার বাসভবনে গিয়ে তাঁর হাতে ডিগ্রি তুলে দেন উপাচার্য রাজীবমোহন পন্থ৷ সঙ্গে ছিলেন রেজিস্ট্রার পি কে নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় প্রমুখ৷ ছিলেন সাংসদ মিশনরঞ্জন দাস, তীধ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায় ও কমলাক্ষ দে পুরকায়স্থ৷

Rananuj

এ বার বিশ্ববিদ্যালয় মোট তিনজনকে সাম্মানিক পিএইচডি ডিগ্রি প্রদান করে৷ অন্য দুজন হলেন অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি রংবং তেরং এবং চিন্তাবিদ দিগন্ত বিশ্ব শর্মা৷ দিগন্ত অবশ্য সমাবর্তনে উপস্থিত হয়ে তাঁর ডিগ্রি গ্রহণ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker