Barak UpdatesCultureBusiness

মানিকচাঁদ উদ্বোধনে শিলচরে দীপিকা, বললেন, মোদিই বিগবস
Manik Chand inaugurated by Dipika, said Modi is Big Boss

১৬ জানুয়ারি: তিনিই বিগ বস। অন্তত দ্বাদশ তথা ২০১৮-র ডিসেম্বরে ঘোষিত চূড়ান্ত ফলাফল সেই কথাই বলে।  তারপরও দীপিকা কক্কর নিজেকে বিগবস বলে মনে করেন না। তাঁর কাছ বিগবস একজনই। তিনি হলেন নরেন্দ্র দামোদর দাসভাই মোদি। তাঁর কথায়, তিনিই তে সারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। নানা সমস্যার মোকাবিলা করছেন।

কিছুদিন আগেই বিগবস টিভি শোতে দীপিকা চ্যাম্পিয়ন হন। হিন্দি সিরিয়ালের জন্য আগে থেকেই তার বেশ জনপ্রিয়তা। সেই সুবাদেই মাসের পর মাস বন্ধ ঘরে ক্যামেরার সামনে থাকার প্রতিযোগিতায় ডাক পান।

এ বার কি তবে রাজনীতিতে আসছেন? ভোটে দাঁড়াবেন? এমন সম্ভাবনার কথা একবাক্যে উড়িয়ে দেন। তাঁর কথায়, একেক ক্ষেত্রে একেকজন বিগবস রয়েছেন। অভিনয়ে যেমন অমিতাভ বচ্চন। একইভাবে গোটা দেশের কথা বললে এই মুহূর্তে একটি মুখই তাঁর সামনে আসে। তিনি হলেন নরেন্দ্র মোদি।

মানিকচাঁদ জুয়েলার্সের শোরুমের উদ্বোধনে দীপিকা কক্কর বুধবার শিলচরে আসেন। ফিতা কেটে ভেতরে ঢোকেন। সঙ্গে ছিলেন মানিকচাঁদ পরিবারের প্রবীণতম সদস্যা কেশরীদেবী সোনি। এটি তাদের চতুর্থ শাখা। উদ্বোধনী পর্বেই দেখা গেছে, নিখুঁত কারুকার্য ও আধুনিক নকশার প্রচুর গয়না। মানিকচাঁদ জুয়েলার্সের অধিকর্তা কৃষ্ণন বলেন,শিলচর আউটলেটে হলমার্ক সোনা ও সার্টিফায়েড হীরের গয়না রয়েছে। শুধু উচ্চবিত্তদের জন্য নয়, এখানে মধ্যবিত্তরা এসেও কেনাকাটা করতে পারবেন। সকলের কথা ভেবেই সামগ্রী তৈরি এবং দর নির্ধারণ করেন তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপিকা জানান, তার বাবা সেনাবাহিনীতে ছিলেন। সেই সুবাদে দার্জিলিঙের সঙ্গে পুরনো সম্পর্ক তাঁর। প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃত অর্থে দার্জিলিঙেই উপভোগ করেছেন। একই কারণে উত্তর-পূর্বাঞ্চলও খুব টানে তাঁকে।

তবে উত্তর-পূর্বকে কতটা দেখলেন বোঝা গেল না। একদিনের সফরের বেশিরভাগ সময় কাটালেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে। বিশেষ করে, অতিথি কি ক্রেতা সবাই মোবাইল ক্যামেরা নিয়ে উপস্থিত সেলফি তুলবেন বলে। কাউকে ফেরাননি বিগবস দীপিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker