NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

হোমেন বরগোঁহাইর জীবনাবসান
Homen Borgohain passes away

ওয়েটুবরাক, ১২ মে: বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, সমালোচক, কবি, গল্পকার হোমেন বরগোঁহাইর জীবনাবসান ঘটেছে। আজ সকাল ৬টা ৫৮ মিনিটে গুয়াহাটির জিএনআরসি-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৮৯ বছর৷

আসাম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি বরগোঁহাই কোভিডে আক্রান্ত হয়েছিলেন৷ সেরেও উঠেছিলেন৷ কিন্তু নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেও শেষরক্ষা হল না৷

বিশিষ্ট সাহিত্যিক বরগোঁহাইর মৃত্যুতে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা গভীর শোক প্ৰকাশ করেছেন৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী বরগোঁহাইর উদ্দেশে শ্রদ্ধা  জানিয়ে বলেন, তিনি ১৯৮৫ সালে কাটিগড়ায় অনুষ্ঠিত সম্মেলনের সপ্তম অধিবেশনে প্রধান অতিথি হয়ে এসেছিলেন। শোক ব্যক্ত করেছেন শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সাধারণ পরিষদের প্রাক্তন সদস্য সুব্রত পালও৷

তাঁর প্রয়াণে রাজ্য জুড়েই শোকের ছায়া পরিলক্ষিত হয়৷

হোমেন বরগোঁহাই মৃত্যুর মুহুর্ত পর্যন্ত ছিলেন ‘নিয়মিয়া বার্তা’র সম্পাদক৷ জন্মেছিলেন ১৯৩২ সালের ৭ ডিসেম্বর, লখিমপুর জেলায়৷ প্রাক্তন কটনিয়ান পেশাজীবনের শুরুতে কিছুদিন এসিএস অফিসারের দায়িত্ব পালন করেন৷ পরে চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতায় জড়িয়ে পড়েন৷ প্রথমে অসমিয়া সাপ্তাহিক ‘নীলাচল’ সম্পাদনা করেন৷ পরে ‘নাগরিক’-এর সম্পাদক হন৷ বহুদিন বাংলা পত্রিকাতেও সাংবাদিকতা করেন বরগোঁহাই৷ নিযুক্ত ছিলেন ‘আজকাল’ পত্রিকার উত্তর-পূর্ব সংবাদদাতা পদে৷ বিভিন্ন সময়ে তিনি ‘অসমবাণী’ ও ‘আমার অসম’ পত্রিকারও সম্পাদক ছিলেন৷

‘পিতাপুত্র’ উপন্যাসের জন্য তিনি ১৯৭৮ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker