India & World UpdatesHappeningsBreaking News
Health check-up in Indian airports to prohibit corona virus করোনা ভাইরাস রুখতে দেশের বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা
২৩ জানুয়ারি : ভারতের প্রতিবেশী দেশ চীনে বর্তমান সময়ে আতঙ্কের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। আর এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এদেশেও। চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে দ্রুতগতিতে সংক্রমিত হচ্ছে এই ভাইরাসটি। ইতিমধ্যে ১৪টি প্রদেশে এই ভাইরাসের সংক্রমণ হওয়ার খবর পাওয়া গেছে। এতে ৪৪০ জন লোক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নয়জন লোকের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে করোনা ভাইরাস সংক্রমণের কোনও ধরনের ঘটনা এখনও সামনে আসেনি। অবশ্য চীন থেকে কলকাতা, দিল্লি, মুম্বাই ইত্যাদি বিমানবন্দরে আসা যাত্রীদের বিমানবন্দরেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে এ পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করা যাত্রীদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। প্রসঙ্গত, প্রতিবেশী চীন থেকে ভারতে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনার প্রেক্ষিতেই কেন্দ্র সরকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।