Barak UpdatesHappeningsBreaking News

Keep your eyes on those quarantined, warning message for apartments
কোয়রান্টাইনদের দিকে নজর রাখুন, অ্যাপার্টমেন্ট সোসাইটিগুলির প্রতি সতর্কতা

২৮ মার্চ : বিভিন্ন অ্যাপার্টমেন্টে বাইরে থেকে আগতদের নির্ধারিত প্রোটোকল মেনে চলতে হবে৷ তাদের  সাধারণ গতিবিধি সর্বাবস্থায় বন্ধ থাকতে হবে৷ গুরুত্ব দিতে হবে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতায়৷

করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যাপার্টমেন্ট বা বহুতল আবাসনের সোসাইটিগুলিকে এ সব ব্যাপারে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হোম কোয়ারান্টাইনের তালিকাভুক্তরা যেন সমস্ত পদক্ষেপ অনুসরণ করেন, সোসাইটিগুলিকে তা নিশ্চিত করতে হবে৷

যে কোনও জরুরি পরিস্থিতিতে তারা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে করোনা কন্ট্রোল রুম নং – 03842-239249, 1077(টোল ফ্রি) বা 9401624141 নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেও তাদের জানানো হয়৷ অন্যরাও করোনা প্রতিরোধ সংক্রান্ত প্রয়োজনে ওই নম্বরে ফোন করতে পারেন৷

March 28: All those who have come from outside and residing in apartments shall have to abide by government protocol. Any movement of such persons should be restricted inside their respective house. They also need to give emphasis on cleanliness.

Strict instruction was issued in this connection to the societies of multi storied buildings and apartments to keep a strict vigil on these issues. In an instruction issued on behalf of Deputy Commissioner, Cachar, it was stated that the societies should have to ensure that those who were home quarantined must follow the rules and regulations.

Further, the societies of multi storied buildings and apartments were asked to contact the control room of District Disaster Management Authority (DDMA), Cachar, if any emergent situation arises. The control room can be contacted at 03842- 239249, 1077 (Toll Free) and 9401624141. Others who require any information regarding COVID-19 may also call on these numbers.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker