NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
‘ফ্রিডম রাইডার বাইক’ বুধবার শিলচরে আসছেFreedom Rider Bike Rally to reach Silchar on Wednesday
ওয়েটুবরাক, ১১ অক্টোবর : স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের উদ্যোগে যে ‘ফ্রিডম রাইডার বাইক’ শোভাযাত্রা চলছে, সেটি বুধবার জিরিবাম সীমান্ত দিয়ে কাছাড় জেলায় প্রবেশ করবে। অংশগ্রহণকারী ৭৫ জন স্বেচ্ছাসেবী শিলচরে রাত কাটাবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শিলচর ডিএসএ স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে। সকাল সাতটায় তাঁরা লায়লাপুর হয়ে মিজোরামের উদ্দেশে রওয়ানা হবেন৷ এই যাত্রা শুরুর আগে শিলচর স্টেডিয়ামে ফ্ল্যাগ অফ করা হবে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষে নেহেরু যুব কেন্দ্রের শিলচর শাখার স্বেচ্ছাসেবকরা লায়লাপুর পর্যন্ত শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন। ১৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় শোভাযাত্রাটি ফের শিলচর এসে পৌঁছাবে। এরপর শিলচরে কিছু কার্যসূচিতে অংশ নিয়ে রাত কাটাবেন শিলচরে। ১৮ অক্টোবর কালাইন হয়ে তাঁরা শিলং অভিমুখে রওয়ানা দেবেন।
নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় বাইক শোভাযাত্রাটি সারা দেশের ২১ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করতে গত ৯ সেপ্টেম্বর দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে শুরু হয়। দেশের ৩৪ টি রাজ্যের ২৫০ টি জেলা পরিক্রমা করে আগামী ২৪ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে গিয়ে শেষ হবে।