Barak UpdatesAnalyticsBreaking News

৫ ফেব্রুয়ারি বঙ্গভবনে নাদবৃন্দের শাস্ত্রীয় আসর

ওয়ে টু বরাক, ২৭ জানুয়ারি : আগামী ৫ ফেব্রুয়ারি কুড়িতম শাস্ত্রীয় সঙ্গীতের আসর আয়োজন করতে চলেছে নাদবৃন্দ। শিলচরের বঙ্গভবনে এ দিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে ৫টা থেকে। এ দিনের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সেতার ও কণ্ঠ সঙ্গীতের যুগলবন্দি। কলকাতা থেকে আসছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী দেবপ্রিয় অধিকারী, বিশিষ্ট সেতারবাদক সমন্বয় সরকার ও তবলিয়া চিরঞ্জিত মুখোপাধ্যায়। শুক্রবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে এ তথ্য দিয়েছেন নাদবৃন্দের কর্মকর্তারা।

সাংবাদিক বৈঠকে নাদবৃন্দের সম্পাদক প্রসেনজিত চৌধুরী জানান, কলকাতার শিল্পীদের পাশাপাশি স্থানীয় শ্রুতি মিউজিক অ্যাকাডেমি ও রঘুনাথ সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীত থাকবে। শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্জলি অ্যাকাডেমি। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুব্রত খাজাঞ্চি ও নামি তবলিয়া প্রবীর ভট্টাচার্যকে সম্মান জানানো হবে। এছাড়া পণ্ডিত কুমার বসুর নির্দেশনায় প্রতিবারের মতো থাকবে সমক্ষে শিক্ষা সমীক্ষায় তবলা লহরা পরিবেশন। এ দিন সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি বাসুদেব ভট্টাচার্য সহ অনুপম মণ্ডল, সন্দীপ ভট্টাচার্য, নুপুর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker