Barak UpdatesHappenings
বেতুকান্দিতে বাঁধ নড়বড়ে, উদ্বেগে জনতাDyke at Betukandi at Silchar in a risky condition, people tensed
১৩ জুলাইঃ নদীর জল বাড়ছে। বৃষ্টিও থামছে না। এই অবস্থায় বেতুকান্দির বাঁধ নিয়ে উদ্বেগে সবাই। ইঅ্যান্ডডি-র ওই অংশে অনেকদিন আগেই মেরামতির প্রয়োজন ছিল। কিন্তু কেউ গুরুত্ব দেননি। এখন নদী ফুলে উঠতেই ইঅ্যান্ডডি-র ওই জায়গা যে কোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সে ক্ষেত্রে বরাকের জলস্রোত সোজা শহরের উপর দিয়ে বয়ে চলবে। বিশেষ করে, জানিগঞ্জ, সুভাষনগর, অম্বিকাপট্টি প্রভৃতি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ফলে বেতুকান্দি অঞ্চলের জনতা তো বটেই চিন্তায় শহরবাসীও।
তবে স্বস্তির কথা যে, বরাক নদীর জলস্তর আগের মত বিপজ্জনকভাবে বাড়ছে না। শুক্রবার যেখানে ছয়-সাত সেমি করে বাড়ছিল, শনিবার সারাদিন সেখানে ২ সেমি করে বেড়েছে। সন্ধ্যার পর বাড়ছে ১ সেমি করে। রবিবার ভোরের দিকে স্থিতাবস্থায় পৌঁছালে বাঁধের ওপর চাপ কিছুটা কমবে।
এ দিকে,দুর্যোগ মোকাবিলা কর্তৃক্ষ জানিয়েছেন, কাটিগড়ায় ৩৫টি এবং জেলার অন্যত্র তিনটি নীচু অঞ্চল জলে প্লাবিত হয়েছে। তাতে তিন হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন।