Barak UpdatesHappenings

জাতীয় সড়কে ব্যারিকেড বসিয়ে পুজোর চাঁদা আদায়, মারপিটে উত্তপ্ত চাঁদখিরা
Durga puja subscription collection by setting up barricade on National Highway leads to chaos

৫ অক্টোবর : দূর থেকে দেখলে মনে হবে পুলিশ বা বন বিভাগের চেকগেট। কিন্তু একজন গাড়িচালক রাস্তা ধরে এগিয়ে ব্যারিকেডের সামনে গেলেই বুঝতে পারবেন যে, এখানে পুলিশ বা বন বিভাগের কোনও চেকগেট নয়, বরং পুজো কমিটির সদস্যরা রাস্তায় রাস্তা আটকে গাড়িচালকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছেন। পুজোর এই চাঁদা আদায়কে কেন্দ্র করে শুক্রবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হল পাথারকান্দির চাঁদখিরা এলাকায়। দু’পক্ষের মারপিটে জখম হয়েছেন বেশ কয়েকজন। এমনকি পুজো কমিটির সদস্যদের মারধরে গুরুতর আহত হয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক ট্রাকচালক।

শুক্রবার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদখিরা এলাকায় ৮ নং জাতীয় সড়কের ওপর অন্যায়ভাবে ব্যারিকেড লাগিয়ে স্থানীয় এক পুজো কমিটির সদস্যরা গাড়িচালকদের কাছ থেকে পুজোর চাঁদা আদায় করছিল বলে অভিযোগ। বিভিন্ন গাড়িচালকদের কাছ থেকে তারা পুজোর চাঁদার নামে বলপূর্বক মোটা অংকের অর্থ আদায় করেছে। এক লরিচালক পুজো কমিটির সদস্যদের দাবিমতো ৫০০ টাকা দিতে আপত্তি জানাতেই পরিস্থিতি বিগড়ে যায়। ভিন্নধর্মী ওই লরিচালক সাধ্যমতো অর্থ দিলেও তা নিতে অস্বীকার করেন পুজো কমিটির সদস্যরা।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা হয়, পরে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। পুজো কমিটির সদস্যদের দলবদ্ধ আক্রমণে ওই লরিচালক গুরুতর আহত হন। এরপর অন্য লরিচালকরা পাল্টা আক্রমণ শুরু করলে অবশ্য পুজো কমিটির সদস্যরা সেখান থেকে পালিয়ে যায়। এরপরই বিভিন্ন যানবাহন চালক রাস্তা অবরোধ করে এ ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেন। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কয়েকজন পথচারীর ওপরও হামলা চালানো হয়েছে বলে জানা যায়। কয়েকটি মোটর বাইকেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পুলিশ বাহিনী নিয়ে পৌছান পাথারকান্দি থানার ওসি। তিনি অবরোধকারীদের বুঝিয়ে শান্ত করার পর তারা শেষমেশ অবরোধ তুলে নেন। এভাবে জাতীয় সড়কে ব্যারিকেড লাগিয়ে পুজোর চাঁদা আদায়ের ঘটনায় তীব্র আপত্তি জানান লরিচালকরা।

অন্যদিকে গুরুতর জখম ওই লরিচালককে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ যুবককে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker