NE UpdatesHappeningsBreaking News

চাকরির মেয়াদ শেষে আশা কর্মীদের মিলবে ২ লক্ষ, সুপারভাইজরদের ৩ লক্ষ টাকা

ওয়েটুবরাক, ১০ আগস্ট : আশা কর্মী এবং সুপারভাইজরদেরও চাকরির মেয়াদ এককালীন অর্থ প্রদানের সিদ্ধান্ত নিল আসাম সরকার৷ আশাকর্মীরা পাবেন দুই লক্ষ টাকা করে৷ সুপারভাইজরদের দেওয়া হবে তিন লক্ষ টাকা করে৷ বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হিমন্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ তবে ন্যূনতম  দশবছর চাকরি করলেই ৬০ বছর বয়সে অবসর গ্রহণের সময় এই সুবিধার অধিকারী হবেন৷ কেউ ৫০ বছর বয়সে স্বেচ্ছাবসর নিলে তাঁকেও ৫০ শতাংশ এককালীন অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিসভার মুখপাত্র জয়ন্ত মল্ল বরুয়া৷

Rananuj

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আইটিআই-তেও মরান, মটক, চুতিয়া, তাই-আহোম, কোচ রাজবংশী এবং চা ও প্রাক্তন চা জনগোষ্ঠীর  জন্য সংরক্ষণ থাকবে৷

প্রসঙ্গত, দলীয় কর্মসূচিতে রাজ্যের মন্ত্রীরা দিল্লিতে এ বার সেখানেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়৷ সব মন্ত্রীই তাতে অংশ নেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker