Barak UpdatesHappeningsBreaking News

স্বপ্নপূরণ ! লেফটেনান্ট হলেন কাছাড়ের নীলোৎপল
Dream comes true: Nilotpol from Cachar becomes Lieutenant

১৫ ডিসেম্বরঃ লক্ষ্য স্থির করে ঝাঁপিয়ে পড়লে স্বপ্নপূরণ সম্ভব, প্রমাণ করলেন কাছাড় জেলার উধারবন্দের বাসিন্দা নীলোৎপল চক্রবর্তী। সঠিকভাবে বললে, লেফটেনান্ট নীলোৎপল চক্রবর্তী। এটিই এখন তাঁর পরিচয়। চার বছরের সুকঠিন পাঠ ও প্রশিক্ষণ সেরে নিযুক্তি পান ভারতীয় সেনাবাহিনীর  ওই পদে। ১২ ডিসেম্বর প্রথা মেনে মা রেখা চক্রবর্তী ও বাবা নীলমণি চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যাজ পরিয়ে দেন ছেলেকে। এ বার ঠিকানা ওড়িশা, যোগ দেবেন আর্মি এয়ার ডিফেন্স রেজিমেন্টে।

Rananuj

No description available.কাটিগড়ার জালালপুরে জন্ম নীলোৎপলের। ওই অঞ্চলেই বেড়ে ওঠা। আন্তর্জাতিক সীমান্তঘেষা গ্রাম বলে ছোটবেলায় বিএসএফ জওয়ানদের দেখতেন, রাষ্ট্রের সীমানা প্রহরায় কী আত্মত্যাগ তাঁদের।  দেশসেবার পাঠ সেখান থেকেই। মনে মনে ভাবতেন, সেনা অফিসার হবেন, দেশের সুরক্ষায় আত্মনিয়োগ করবেন।

No description available.২০০৮ সালে জালালপুরের ড. রাধাকৃষ্ণণ অ্যাকাডেমি থেকে মাধ্যমিক পাশ করেন নীলোৎপল। ওই এলাকার প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রথম ব্যাচ। পরে ভর্তি হন অধরচাঁদ স্কুলের বিজ্ঞান বিভাগে। রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি পড়লেও তাঁর লক্ষ্য যে আগেই স্থির করা। তাই উচ্চ মাধ্যমিক পাশ করেই খোঁজখবর শুরু করেন সেনাবাহিনীতে। জওয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন করেন, মাসিমপুরে কঠিন শারীরিক পরীক্ষায় সামিল হন। টিঁকেও যান।

No description available.

২০১২ সালে ভোপালে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় তাঁকে। সেখান থেকে পোস্টিং মেলে অরুণাচল প্রদেশে। কিন্তু পড়াশোনার মনটা যে তখনও তরতাজা।  ভর্তি হন আর্মি ক্যাডেট কলেজে। চাকরির সঙ্গে পড়াশোনা। পাশও করেন। জওয়ান থেকে অফিসার হওয়ার পথে যাত্রা তখনই। টানা ছয়দিনের ইন্টারভ্যুর পরে সুযোগ পেয়ে যান ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে। চার বছরের কোর্স। তা শেষ হল সে দিন, লেফটেনান্ট পদমর্যাদার  ব্যাজ পরার মাধ্যমে।

নীলোৎপলবাবু বলেন, ‘ছেলেবেলার স্বপ্ন পূর্ণ রূপ পেল। এ বড় আনন্দের। সঙ্গে বিশাল দায়িত্বও।’

 

No description available.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker