Barak UpdatesBreaking News
খিলঞ্জিয়া মঞ্চের প্রার্থী দিলীপ কুমারDilip Kumar to be MP candidate from Khilanjiya Mancha
১৮ মার্চ : লোকসভা ভোটে শিলচরে এ বার প্রার্থী দিল খিলঞ্জিয়া ও চা জনগোষ্ঠী মঞ্চ। আসাম খিলঞ্জিয়া জন সুরক্ষা সমিতি এবং রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ সমর্থিত নির্দল প্রার্থী হলেন দিলীপ কুমার। রবিবার সভা করে নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক মনোনীত হয়েছেন তমিজ উদ্দিন লস্কর। ১৫ জনের কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন এস হেরাজিত সিংহ। সোমবার সাংবাদিক সম্মেলন করে দুই মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ মার্চ দিলীপ কুমার মনোনয়ন পত্র দাখিল করবেন।
তমিজ বলেন, একবার নুরুল হুদার কথা বাদ দিলে ৭০ বছরে কংগ্রেস বা বিজেপি থেকেই শিলচরের সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁরা প্রতিবার খিলঞ্জিয়াদের বঞ্চিত করেছেন। এরই প্রতিবাদে এ বার তাঁরা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রার্থী দিলীপ কুমারও একই সুরে বলেন, কংগ্রেসের এতদিন যা করেছে, বিজেপি এখন তা-ই করছে। দুই দলে এখন কোনও ফারাক নেই। বরাক উপত্যকাকে বাংলাদেশ বানানোর পরিকল্পনা তাদের। একে ঠেকাতে হবে। হেরাজিতের বক্তব্য, নাগরিকত্ব বিলের বিরোধিতা এবং খিলঞ্জিয়াদের জমি সুরক্ষার দাবিকে ইস্যু করেই তাঁরা ভোটে লড়ছেন। সহদেব রাজবংশী এবং হরিনারায়ণ বার্মাও প্রার্থীকে জেতানোর আহ্বান জানান।