Barak UpdatesHappeningsBreaking News

ডিআইজি দিলীপকুমার দে বঙাইগাঁওয়ে বদলি, শিলচরে আসছেন রানা ভুইয়া
DIG Dilip Kumar Dey transferred

২৬ ফেব্রুয়ারিঃ নির্বাচনী বিধিনিষেধ মেনে আসাম পুলিশের ডিআইজি, এসপি এএসপি স্তরে বেশকিছু রদবদল করা হয়েছে। শুক্রবার যাদের বদলির নির্দেশ এসেছে, তাঁদের মধ্যে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি দিলীপকুমার দেকে বঙ্গাইগাঁওয়ে পশ্চিম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। শিলচরে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি পদে বদলি হয়েছেন রানা ভুইয়া। তিনি এতদিন গুয়াহাটিতে বর্ডার-টু ডিআইজির দায়িত্ব পালন করছিলেন। তাঁর জায়গায় পাঠানো হয়েছে ডিআইজি (সিআইডি) লাচিত বরুয়াকে।  নতুন ডিআইজি (সিআইডি) হচ্ছেন দেবজ্যোতি মুখার্জি।  তিনিই এতদিন পশ্চিম রেঞ্জের ডিআইজি পদে বঙ্গাইগাঁওয়ে কর্মরত ছিলেন। শিলচরের দিলীপবাবু বঙাইগাঁওয়ে গিয়ে তাঁর কাছ থেকেই দায়িত্ব বুঝে নেবেন। ডিআইজি বদলির এই তালিকায় রয়েছেন রফিউল আলম লস্করও। তাঁকে বিআইইও থেকে বর্ডার-ওয়ানে পাঠানো হয়েছে।

এ ছাড়া, কোকরাঝাড়ের এসপি রাকেশ রৌশনকে দ্বিতীয় এপি ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট পদে তিনসুকিয়ায় বদলি করা হয়েছে। হামরেনের এসপি রমনদীপ কৌর যাচ্ছেন নগাঁওয়ে নবম এপি ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট হিসেবে। শিবসাগরে প্রথম এপি ব্যাটেলিয়ন কমান্ড্যান্ট যুবরাজকে ডিমা হাসাওয়ের পুলিশ সুপার করা হয়েছে।ডিমা হাসাওয়ের বর্তমান পুলিশ সুপার জয়ন্ত সিংকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। সদিয়ার এসপি সুমিত শর্মা হামরেনের এসপি পদে বদলি করা হয়েছে। দ্বিতীয় এপি ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট হরেকৃষ্ণ নাথ হচ্ছেন কোকরাঝাড়ের এসপি। উদালগুড়ির এসপি হলেন দক্ষিণ শালমারায় ছাব্বিশ নং এপি ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট পদে কর্মরত সিংহরাম মিলি। তাঁর জায়গায় পাঠানো হয়েছে ছাব্বিশের বর্তমান কমান্ড্যান্ট রিপুল দাসকে। কাছাড়ে এফআরআরও-র এসপি বেদান্তপ্রকাশ বরকটকীকে সদিয়ার এসপি পদে বদলি করা হয়েছে।

গুয়াহাটির অ্যাডিশনাল ডেপুটি কমিশনার (সিকিউরিটি অ্যান্ড ইনটেলিজেন্স) বলিন দেউড়ি হামরেনের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পদে বদলি হয়েছেন। তাঁর জায়গায় পাঠানো হয়েছে লখিমপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সিকিউরিটি) শান্তনুকুমার দত্তকে। লখিমপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (সিকিউরিটি) হয়েছেন হামরেনের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মেরিলিন জৌলসাংমায়ৌ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker