Barak UpdatesHappeningsBreaking News
Dharna staged at Silchar by TMC, police more than protesters শিলচরে তৃণমূলের ধরনা, আন্দোলনকারীরা হাতেগোণা, পুলিশে ছয়লাপ
১ জানুয়ারি: সংশোধিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বুধবার শিলচরে তৃণমূল কংগ্রেস অবস্থান ধর্মঘট পালন করে৷ পুলিশ আগেই শর্ত জুড়েছিল, ৫০ জনের বেশি যেন না হয়৷ সেখানে অবশ্য ৩০ জনের বেশি জড়ো হননি৷ তবে পুলিশে পুলিশে ছয়লাপ ছিল শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশ সংলগ্ন এলাকা৷ সারাক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় আসাম পুলিশের দাঙ্গারোধী স্কোয়াডকে৷ পাথরবৃষ্টি ঠেকানোর বিশেষ বর্ম পরেছিল সবাই৷ পথচলতি জনতার বেশি নজর ছিল সে দিকেই৷ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়ের৷ তিন আসেননি৷ মোবাইলে বক্তৃতা করেন৷
সুখেন্দুবাবু জানান, জরুরি ব্যক্তিগত কাজে আটকে যাওয়ায় আসা হয়নি৷ তিনি বলেন, সিএএ সংবিধানবিরোধী৷ এই আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজেপি বড় ভুল করবে৷ গেরুয়াবাহিনীকে তিনি স্মরণ করিয়ে দেন, ভারতের মানুষ এর আগে ব্রিটিশকে তাড়িয়েছিল, ইন্দিরা গান্ধীকেও ছাড় দেয়নি৷ জরুরি অবস্থা জারির দরুন তাঁকে ক্ষমতাচ্যুত করেছিল৷ ইতিহাস থেকে শিক্ষা না নিলে পতন আসন্ন বলে তিনি মোদী-সোনোয়ালদের সতর্ক করে দেন৷
সভায় তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিং ছাড়াও নির্মলকুমার দাস, মৃণালকান্তি সোম এবং মানস দাস তিন বামপন্থী নেতাও বক্তৃতা করেন৷ ভাষণ দেন বরাক ভ্যালি হিউম্যান রাইটস প্রটেকশন কমিটির কর্মকর্তা নেহারুল আহমেদ মজুমদার ও আইনজীবী নজির হোসেন মজুমদার, ললিতা সরকারও৷