Barak UpdatesBreaking News

বড়জালেঙ্গা ব্লকে ডিসি গিয়ে দেখেন, বিডিও সহ অনেকে অনুপস্থিত
DC Cachar inspects Barjalenga Block, BDO along with many staff absent

২৩ এপ্রিলঃ আচমকা পরিদর্শনে গিয়ে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি টের পেলেন, জেলার অফিসগুলি কীভাবে চলছে। বিশেষ করে, গ্রামীণ কাছাড়ে সাধারণ জনতা যে অধিকাংশ দিনেই অফিসার-করণিকদের খুঁজে পান না, সরেজমিনে দেখলেন জেলাশাসক। মঙ্গলবার তিনি গিয়েছিলেন বড়জালেঙ্গা ব্লক অফিসে। গিয়ে দেখেন, অধিকাংশ চেয়ার ফাঁকা। এমনকী, তখনও অফিসে গিয়ে পৌঁছাননি অফিসের প্রধান কর্তা বিডিও-ও।

প্রচণ্ড ক্ষিপ্ত হন মাদ্দুরি। সঙ্গে ছিলেন গ্রামোন্নয়ন বিভাগের প্রকল্প সঞ্চালক রসরাজ দাস। তিনি রসরাজবাবুকে অনুপস্থিত সকলের নাম লিখে নিতে নির্দেশ দেন। জেলা জুড়ে গ্রামোন্নয়ন সংক্রান্ত অফিসগুলোতে সমস্ত কর্মীর সময়মত উপস্থিতি নিশ্চিত করতে বলেন। পাশাপাশি ব্লকের সমস্ত কাজ যেন সময়মত শেষ হয়, বেনেফিসারিরা যেন সময়মত তাদের ন্যায্য সুবিধে পান, তিনি দেখতেও তিনি রসরাজবাবুকে নির্দেশ দেন। ফেরার পথে তিনি আইরংমারা পঞ্চায়েতের অধীনে চলা একটি বাঁধ নির্মাণ পরিদর্শন করেন। ওই অঞ্চলের সাধারণ মানুষের মত বিনিময়ও করেন জেলাশাসক মাদ্দুরি।

April 23: Laya Madduri, Deputy Commissioner, Cacharpaid a surprise visit to the Office of the Block Development Officer, Barjalenga Development Block. On Tuesday, when she reached the Block office at Barjalenga, she was surprised to find most of the chairs lying vacant. Even the Block Development Officer (BDO) was not present in the office.

This infuriated the Deputy Commissioner too much. She was accompanied by Rasaraj Das, Project Director, DRDA, Cachar. Laya Madduri instructed Rasaraj Das to make list of all the absentee officials and staff.

She further inspected the functioning of the Office of the Block Development Officer, Barjalenga Development Block. DC Cachar expressed dissatisfaction over the progress of works and issued instructions to PD, DRDA to maintain strict vigil and set specific targets for completion of all the works.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker