Barak UpdatesHappeningsBreaking News

CM Sonowal to attend state convention of VDP at Silchar on 28-29 January
২৮-২৯ জানুয়ারি ভিডিপির রাজ্য সমাবেশ শিলচরে, আসছেন মুখ্যমন্ত্রী

২৭ ডিসেম্বর: আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি শিলচরের স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে গ্রাম সুরক্ষা বাহিনী (ভিলেজ ডিফেন্স পার্টি)-র রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হবে৷ এ উপলক্ষে ২৯ জানুয়ারি কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে৷ এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷  অনুষ্ঠানে পরিমল শুক্লবৈদ্য সহ বিভিন্ন বিভাগীয় মন্ত্রী ,বরাক উপত্যকার সাংসদ-বিধায়করাও অংশ নেবেন l উপস্থিত থাকবেন মুখ্যসচিব, ডিজিপিও৷

Rananuj

এই সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৫ হাজার প্রতিনিধি অংশ নেবেন৷ এ ছাড়া, উপত্যকার তিন জেলা থেকে উপস্থিত থাকবেন আরও অন্তত ১৫ হাজার৷ বিশাল মাপের সমাবেশকে সুচারুরূপে সম্পন্ন করতে গত শুক্রবার শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয় ৷ এতে পৌরোহিত্য করেন পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়৷ উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বি সি নাথ , মুখ্যমন্ত্রীর ওএসডি  শেখর দে, দুই অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ও গৌরব আগরওয়াল প্রমুখ৷

এ সভায় গ্রাম সুরক্ষা বাহিনীর কর্মসূচিকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বি.সি নাথকে কার্যকরী সভাপতি এবং পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়কে সম্পাদক নিয়োজিত করে একটি কমিটি গঠন করা হয়েছে৷ সঙ্গে বিভিন্ন সাব-কমিটিও গঠন করা হয় l সভায় সিদ্ধান্ত হয়, এই অনুষ্ঠান উপলক্ষে শিলচরে ট্যাবলো সহ শোভাযাত্রা বের হবে৷ গুয়াহাটি থেকে একটি স্যুভেনিয়র প্রকাশিত হবে৷ সঙ্গে স্থানীয়ভাবে একটি বুকলেট প্রকাশ করারও সিদ্ধান্ত হয় সভায়l

মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই শিলচরে ভিডিপির এই রাজ্য সমাবেশ হচ্ছে বলে মানবেন্দ্রবাবু সভার শুরুতে জানিয়েছেন৷  তিনি বলেন, পুলিশ এখন দোষীদের শাস্তি দেওয়ার চেয়ে পরামর্শের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতেই বেশি গুরুত্ব দেয়৷ সেখানে ভিডিপির বিরাট ভূমিকা রয়েছে৷

এসপি বলেন, এই সমাবেশের মধ্য দিয়ে বরাকের ইতিহাস, সংস্কৃতি রাজ্যের প্রতি কোণায় পৌঁছে দিতে হবে ৷ এখানকার ভাষা আন্দোলনের কথাও জানিয়ে দেওয়া যাবে৷ সঙ্গে এই অঞ্চলের চা বাগান ও নানা উপজাতি জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরতে হবে৷ সিদ্ধান্ত হয়, অতিথি প্রতিনিধিদের একবার চুঙ্গা পিঠা খাওয়ানো হবে৷

বিভিন্ন সাব কমিটির মধ্যে প্রচার বিভাগে শুভ্রাংশুশেখর ভট্টাচার্য, শিলচরের তথ্য ও জনসংযোগ উপ সঞ্চালিকা  ইন্দ্রাণী গোস্বামী, মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে, উত্তমকুমার সাহা এবং বিশ্বজিৎ দত্ত-কে নিয়োজিত করা হয়েছে৷খাদ্য আহ্বায়ক অসিত দত্ত, মূলচান্দ বৈদ ও বিবেক পোদ্দার৷ পরিবহণে ভোলানাথ যাদব, কিশোর ভট্টাচার্য, সেলিম আহমদ, সেবুল আহমেদ৷ সংস্কৃতি ও ক্রীড়া উপসমিতিতে প্রসেনজিত রায়চৌধুরী, কণাদ পুরকায়স্থ, বিধান লস্কর, সব্যসাচী পুরকায়স্থ, পূর্ণেন্দু দাস, নিকিতা সিং, পূজা দাস ৷ শোভাযাত্রায় পূর্ণেন্দু দাস, সুফিয়ান লস্কর, রূপালি দাস৷ মঞ্চসজ্জায় শান্তনু নায়েক, জয় বরদিয়া, বিবেক পোদ্দার৷

স্বচ্ছতা দেখভালে অভিজিৎ নাথ, জয়দীপ দত্ত, অসীম দেব৷ স্বাস্থ্য উপসমিতিতে ডা. সুদীপ জ্যোতি দাস, ডা. প্রসেনজিৎ ঘোষ ও মৃদুল মজুমদার৷  অ্যাকুমেডেশনের ব্যবস্থা করবেন শুভ্রাংশুশেখর ভট্টাচার্য, জয় বরদিয়া, সুধাংশু দাস ও ব্রাদার রোজি৷ রেজিস্ট্রেশন ও আপ্যায়ণের দায়িত্বে নিত্যভূষণ দে, আশিস হালদার, শান্তনু নায়েক রাজেন গোয়ালা ও জয়দীপ দত্ত৷ ভলান্টিয়ার উপসমিতিতে রয়েছেন তীর্থঙ্কর দেবরায়, কুনাল নেহাল চৌধুরী, সৌমিত্র কুমার দেব, মনোজ তালুকদার, হরিপদ রাই, কৃষ্ণজীবন দেবনাথ, পবন রাঠি ও কমল সারদা ৷ পানীয় জল ও পয়ঃপ্রণালী ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, রাজেশ দাস, অভ্রজিৎ চক্রবর্তী, মধুমিতা শর্মা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker