Barak UpdatesHappeningsBreaking News
আসামে ১৩ নভেম্বরের আগে সিনেমা হল খুলবেন না মালিকরাCinema halls in Assam not to open before 13 Nov
১৯ অক্টোবর: সিনেমা হল খোলার ব্যাপারে অসম সরকার নতুন এসওপি প্রকাশ করেছে৷ তাতে অবশ্য কেন্দ্রের এসওপি থেকে আলাদা কিছু নেই৷ ১৫ অক্টোবর কেন্দ্র সিনেমা হল, থিয়েটার খোলার ব্যাপারে নির্দেশিকা প্রকাশ করে৷ আসামের হলমালিকরা রাজ্য সরকারের নির্দেশিকার অপেক্ষায় ছিলেন৷ সোমবার হল খোলার অনুমতি মিললেও হলমালিকরা সিদ্ধান্ত নেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আসামে কোনও হল খোলা হবে না৷
ওই সময়ের মধ্যে তাঁরা রাজ্য সরকারের সঙ্গে কথা সেরে নিতে চাইছেন৷ কারণ রাজ্যের নির্দেশিকাতেও বলা হয়েছে, ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি করা যাবে না৷ হলে ঢোকার আগে থার্মাল স্ক্যানারে কর্মচারী, দর্শক সকলের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে৷ প্রতিটি শো-র পরে আসন স্যানিটাইজ করা বাধ্যতামূলক৷ পানীয় জল ছাড়া হলের ভেতরে কিছু খাওয়া চলবে না৷ হলমালিকরা জানিয়েছেন, দাম না বাড়িয়ে ৫০ শতাংশ টিকিটে হল চালানো অসম্ভব৷ সেক্ষেত্রে তাঁদের বিদ্যুৎ মাশুল থেকে রেহাই দিতে হবে৷