Barak UpdatesHappeningsBreaking News
আসুর ফাঁস করা রিপোর্টকে বিশ্বাসযোগ্য মনে করেন না সুব্রত ভট্টাচার্য
১২ আগস্টঃ আসুর ফাঁস করা রিপোর্ট নিয়ে বরাক-ব্রহ্মপুত্র জুড়ে চর্চা চলছে। চলছে রাগ-ক্ষোভ-উদ্বেগ প্রকাশও। কিন্তু একে গুরুত্ব দিতে নারাজ বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, রিপোর্ট পেশের ধরনেই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কেন্দ্র গঠিত উচ্চ পর্যায়ের একটি কমিটি কি এ ভাবে কোনও প্রতিবেদন প্রকাশ করতে পারে? তাঁর কথায়, বিজেপি সরকার সবাইকে নিয়ে চলার পক্ষপাতী। ফলে বরাককে বাদ দিয়ে কোনওকিছুই বাস্তবায়িত হবে না। তবু তাঁরা বিষয়টি নিয়ে চর্চা করছেন।
বরাকের স্বার্থ ন্যূনতম ক্ষুন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে তাঁরা দল বেঁধে শীর্ষনেতাদের সঙ্গে কথা বলবেন বলে সুব্রত জানান। তিনি বলেন, প্রতিবেদনে কমিটি বিভিন্ন ধরনের সুপারিশ করতেই পারে, তা সরকার গ্রহণ করেছে কিনা, কার্যকর করছে না, সেটাই প্রধান বিচার্য।