Barak UpdatesHappeningsBreaking News

বিক্রমজিতের জলে ডোবার ‘গল্প’ বলল বন্ধুরা
Bikramjit’s death evokes doubt, 3 friends questioned by police

ওয়েটুবরাক, ৩ আগস্ট : সদ্য মাধ্যমিক পাশ কিশোর বিক্রমজিত ঘোষের অন্ত্যেষ্টি আজ মঙ্গলবার রাতে সম্পন্ন হয়েছে৷ সকালে কাঁঠাল রোডের এক জলাশয়ে তার মৃতদেহ পাওয়া যায়৷  পুলিশ তা উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে পাঠায়৷ ময়নাতদন্তের পর বিকেলেই বিক্রমজিতের দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়৷

শনিবার বিকাল থেকে নিখোঁজ ছিল দাস কলোনির ইন্দ্রাণী সরণীর এই কিশোর৷ বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল৷ স্থানীয় জনতা মঙ্গলবার সকালে ওই বন্ধুদের একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চার বন্ধু মিলে কাঁঠাল রোডের জলাশয়ে সাঁতার কাটতে গিয়েছিল৷ আগেও এইভাবে গিয়েছে তারা৷ কিন্তু শনিবার বিক্রমজিত অনেকটা এগিয়ে গিয়ে আর ফিরতে পারেনি৷ তাদের সামনেই জলে তলিয়ে যায়৷ ভয়ে কী করবে বুঝতে না পেরে বিক্রমজিতের সাইকেল এবং মোবাইলটিও জলে ডুবিয়ে দেয়৷ তার কথামত আজ জলাশয়ে বিক্রমজিতের মৃতদেহ পাওয়া যায়৷ মেলে সাইকেলটিও৷

পুলিশ জানিয়েছে, তিন বন্ধুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তাদের বয়স ১২ থেকে ১৪৷ তাই অভিভাবকদের হাতে ছেলেদের তুলে দেওয়া হয়েছে৷ তবে তাদের ওপর পুলিশের নজর রয়েছে৷

১২-১৪ বছরের ছেলেদের এমন ঘটনা তিনদিন ধরে লুকিয়ে রাখা, দাস কলোনি থেকে কাঁঠাল রোডের প্রায় শেষ মাথায় সাঁতার কাটতে যাওয়া, এই সব ব্যাপার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে৷ আসলে এই কিশোররা কি নেশার খপ্পড়ে পড়েছে, এ আসলে খুন নাকি জলে ডুবে মৃত্যু, উঠছে নানা প্রশ্ন৷ উদ্বেগে এলাকাবাসী৷

Also Read: চতুর্থদিনে উদ্ধার নিখোঁজ কিশোরের মৃতদেহ…After 4 days of reported missing, youth’s dead body found in Silchar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker