India & World UpdatesBreaking News

হঠাৎ হৃদরোগে আক্রান্ত, চলে গেলেন গায়ক প্রতীক চৌধুরি
Bengali Singer Pratik Choudhury dies of cardiac arrest

১৯ ফেব্রুয়ারিঃ বাংলার সঙ্গীত জগতে শোকের ছায়া। চলে গেলেন গায়ক প্রতীক চৌধুরী। মঙ্গলবার সন্ধেয়
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর। এদিন অফিসেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।তাঁকে কলকাতার
বেসরকারি হাসপাতাল 'অ্যাপোলো গ্লেনেগলস হসপিটাল'-এ নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে জানানো
হয়েছে, সন্ধ্যে সাড়ে সাতটায় প্রতীক চৌধুরীকে হাসপাতালের এমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়। তাঁর
কারডিয়াক অ্যারেস্ট হয়েছিল। রাত আটটায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

একাধিক বাংলা ছবিতে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক সিঙ্গার হিসেবে তাঁর সবথেকে জনপ্রিয় গান ‘এক যে আছে
কন্যা’। স্বপন সাহা, প্রভাত রায়, অনুপ সেনগুপ্ত, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, মিলন ভৌমিক, সুব্রত সেনের
মতো একাধিক পরিচালকের ছবিতে গায়ক হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর কাজ করা সিনেমার ঝুলিতে
রয়েছে পাতালঘর, এক যে আছে কন্যা, বাঙালিবাবু ইত্যাদি। তবে তাঁর গান শুরু বিজ্ঞাপনের জিঙ্গল দিয়ে।
‘কুকমি’, ‘খাদিমস’, ‘অজন্তা হাওয়াই’, ‘বাবুল’-এর বিজ্ঞাপনে তাঁর গান শোনা গিয়েছে। এরপর প্লেব্যাক সিঙ্গার
হিসেবে একের পর এক কালজয়ী গান রেখে গিয়েছেন প্রতীক চৌধুরি। গত বছরের ডিসেম্বরে নিজের জন্মদিনেই
অনুরাগীদের উপহার দিয়েছিলেন একটি অ্যালবাম – ‘এই বাংলার নীড়ে।’

তিনি গায়ক। কিন্তু শুধুই গায়ক বললে তাঁকে কম সম্মান দেওয়া হবে। বরং বলা ভাল, দুই বাংলাকে সুরের
সুতোয় গাঁথতে পারেন এমন এক শিল্পীর নাম প্রতীক চৌধুরি। প্রায় দু’বছর পর গত ডিসেম্বরে গান রেকর্ড করেন
তিনি। তাও সোলো গান। জন্মদিনে অনুরাগীদের জন্য তাঁর উপহার ছিল ‘এই বাংলার নীড়ে’।

টিভির অনেক জনপ্রিয় অনুষ্ঠানেও প্লেব্যাক করেছেন প্রতীক। কেয়ার অফ সিনেমা, সিলেবাসে নেই, তৃতীয় পুরুষ
কিংবা শ্রীমতির মত অনুষ্ঠানে তাঁর গলা শোনা যেত। তাঁর সঙ্গীত জীবন শুরু হয়েছিল গজল দিয়ে।শীতল
মুখোপাধ্যায়ের কাছে তালিম নিয়েছিলেন পরে। পরবর্তীকালে আক্ষরিক অর্থেই কাশ্মীর থেকে কন্যাকুমারী আর
মুম্বই থেকে অসম, সব জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। গজল গায়ক হিসেবে পঙ্কজ উদাস কিংবা
গুলাম আলির সঙ্গেও মঞ্চ ভাগ করে নিয়েছিলেন তিনি।


February 19: Renowned Bengali singer Pratik Choudhury is no more. He suffered a cardiac arrest this evening and breathed his last in a private hospital in Kolkata. Choudhury, 55, is survived by wife and a son.

Pratik Choudhury suffered a cardiac arrest in front of his residence today evening and collapsed to the ground. Family members rushed him to the Apollo Gleneagles Hospital at EM Bypass at 7.23 pm. Doctors at once started a cardiopulmonary resuscitation (CPR) and incubation on him to get his heart back to normal again. He was declared dead at 8.04 pm,” the hospital has said in a media statement.

He was one of the successful playback singer in Bengali industry. Choudhury, a graduate from Calcutta University, began his music career in 1994 by singing jingles. Subsequently, he rendered voice to Rabindra Sangeet, gazals, modern Bengali songs and so on. “Ek Je Ache Konya’ is among his most popular one. He collaborated with a range of artists like Swapan Saha, Prabhat Roy, Anup Sengupta, Anjan Chowdhury, Haranath Chakraborty, Milan Bhowmick, Subrata Sen and many others important people.

He has sung in numerous TV serials, Bengali movies and, took out several solo audio and video albums.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker