Barak UpdatesBreaking News

বুধবার হাইলাকান্দিতে আনন্দরাম বরুয়া পুরস্কার
Anundoram Borooah Award Laptops to be distributed at Hailakandi on Wednesday

১৮ ফেব্রুয়ারিঃ  আনন্দরাম বরুয়া পুরস্কার বিতরণে প্রস্তুত হাইলাকান্দি। ২০১৮ সালের এইচএসএলসি, এএইচএম  ও এফএম  পরীক্ষায় স্টার মার্কস পাওয়া জেলার ২৪৬ জন  মেধাবী পড়ুয়াকে দেওয়া হবে এই পুরস্কার।হাইলাকান্দির নজরুল সদনে হবে এ উপলক্ষে  ২০ ফেব্রুয়ারি হবে অনুষ্ঠান।  পুরস্কার হিসেবে ল্যাপটপ  তুলে দেওয়া  হবে। আনন্দরাম বরুয়া পুরস্কার  বিতরণ কর্মসূচি সফল করে তুলতে হাইলাকান্দি জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি শেষ।

হাইলাকান্দি শিক্ষা বিভাগ সুত্রে জানানো হয়েছে,  ২০ফেব্রুয়ারি সকালে রবীন্দ্র ভবনে পুরস্কার প্রাপক পড়ুয়াদের  নাম রেজিস্ট্রেশন করা হবে। তারপর  নজরুল সদনে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ করা হবে। এবছর হাইলাকান্দি জেলার ৫২টি সরকারি প্রাদেশিকৃত, প্রাইভেট স্কুল,সহ  মাদ্রাসার প্রথম বিভাগে ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে।

হাইলাকান্দির  বেসরকারি  সেন্ট মেরিস স্কুল,  এবং ব্ল্য ফ্লাওয়ার্স ইংলিশ স্কুলের সর্বোচ্চ  ২৪ জন পড়ুয়া আনন্দরাম বরুয়া পুরস্কার পাচ্ছেন। পাশাপাশি  রয়েল হাইস্কুলের ১৪ জন,  ক্যাম্ব্রিজ হাই স্কুল, ও ট্যালেন্ট হাইস্কুলের ১৩ জন করে  পুরস্কার পাচ্ছেন। সরকারি স্কুলে এই সংখ্যা ৮৮। এর  মধ্যে পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন ও  এন টি মডেলের ৯ জন রয়েছেন।

হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি   বুধবারের আনন্দ রাম বরুয়া পুরস্কার বিতরণ পর্ব সফল করে তুলতে পড়ুয়া সহ অভিভাবকদের  সহযোগিতা কামনা করেছেন।

 

 

February 18: Under Anundoram Borooah Award scheme, students who have secured 75% or more marks in HSLC & High Madrasa examinations conducted by Board of Secondary Education (SEBA), Assam will be given Laptops by the state government.

At Hailakandi district, the Laptops will be distributed among the meritorious students securing 75% or more in HSLC/High Madrasa on 20 February (Wednesday). They will be handed over the Laptops in a programme which will be held at Nazrul Sadan, Hailakandi.

In a notification issued by Hailakandi district administration, it was stated that those who are eligible for getting the laptop will have to attend the programme on Wednesday along with a passport size photo and their identity card.


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker