Barak UpdatesHappeningsBreaking News
নয়া ২৫ সংক্রমণ সহ ত্রিপুরায় আক্রান্ত ৬৪৭Another 25 +ve in Tripura, total now 647
৫ জুন : ত্রিপুরায় নতুন আরও ২৫ জন করোনা আক্রান্ত হওয়ায় রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা ৬৪৭-এ পৌছেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৮৭৫টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। মুখ্যমন্ত্রী জানান, এই সংক্রমিতদের ট্র্যাভেল হিস্টরি রয়েছে। এর আগে একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলোর মধ্যে সবথেকে বেশি স্যাম্পল টেস্ট ত্রিপুরাতেই করা হয়েছে।
Alert ~
Today in Tripura 2️⃣5️⃣ people found COVID-19 #POSITIVE out of 875 samples tested. All of them have travel history.
Stay safe!#TripuraCOVID19Count
— Biplab Kumar Deb (@BjpBiplab) June 4, 2020
তিনি বলেন, রাজ্যের প্রত্যেক নাগরিককে সুরক্ষিত রাখতে প্রচুর সংখ্যায় কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে। রাজ্যকে করোনার থাবা থেকে সুরক্ষিত রাখতে লড়াই চালিয়ে যাওয়া যোদ্ধাদের এ দিন অভিবাদন জানান মুখ্যমন্ত্রী। তিনি এও বলেছেন, ‘আমি নিশ্চিত যে, খুব শীঘ্রই আমরা এই মহামারি থেকে মুক্তি পাব।’