Barak Updates

টাউন ক্লাবের বসে আঁকোর ফলাফল
Results of Town Club organised sit & draw competition declared

গত ৯ আগস্ট শিলচরের অধরচাঁদ স্কুলে টাউন ক্লাবের উদ্যোগে যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ৫টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কেজি স্পেশাল গ্রুপে প্রথম হয়েছে কিডজি শিলচরের সপ্তর্ষি নাথ। দ্বিতীয় হলিচাইল্ড স্কুলের তানভীর আহমেদ লস্কর। যুগ্মভাবে তৃতীয় হয়েছে শিলচর কলেজিয়েট স্কুলের আদিত্য সিং এবং রামানুজ বিদ্যামন্দিরের রিত্বিক নাথ।

Rananuj

দ্বিতীয় পর্যায়ে ক্লাস টু পর্যন্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ডনবস্কো স্কুলের দেবারতী দে, শিলচর কলেজিয়েট স্কুলের মাহি সিং এবং তৃতীয় ডনবস্কো স্কুলের ত্রিলোচনা দেব। তৃতীয় বিভাগ অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভ্যগে প্রথম রামানুজ বিদ্যামন্দিরের প্রত্যুষা পাল, দ্বিতীয় ডনবস্কো স্কুলের স্নেহাল রায় ও তৃতীয় কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরের ফেরদৌস আলম।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে ডনবস্কো স্কুলের সায়নিকা রায় ও শাওলি রায়। এই বিভাগে তৃতীয় হয়েছে মহর্ষি বিদ্যামন্দিরের সায়নি দাস। এই বিভাগে তানভীর পালকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।

পঞ্চম বিভাগ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে শিশুতীর্থ হাইস্কুলের অঙ্কিত শুক্লবৈদ্য, কাছাড কলেজের মৌসুমী বড়ভূঁইয়া ও মহর্ষি বিদ্যামন্দিরের তানিশা পাল।

The results of sit and draw competition organized by Town Club, Silchar and held at Adharchand School on August 9 was declared. There were 5 groups in the competition. The 1st prize in the KG Special group was bagged by Saptarshi Nath of Kidzee. Tanvir Ahmed Laskar of Holy Child School secured 2nd position. The 3rd position was jointly secured by Aditya Singh of Silchar Collegiate School and Ritthik Nath of Ramanuj Vidyamandir.

In the second category children upto Class II participated. In this group, the 1st, 2nd and 3rd prizes were secured by Debarati Dey of Don Bosco, Mahi Singh of Silchar Collegiate and Trilochona Deb of Don Bosco School respectively. In the 3rd group (Class III to Class V), Prottusha Paul of Ramanuj Vidyamandir won the 1st prize. The 2nd and 3rd positions were secured by Snehal Roy of Don Bosco School and Ferdous Alam of Kendriya Vidyalaya respectively.

The next group comprised of students from Class VI to Class VIII. In this group, the 1st & 2nd positions were bagged by Sayonika Roy and Saoli Roy of Don Bosco School respectively. Sayoni Das of Maharshi Vidyamandir secured the 3rd position. Tanvir Paul was given consolation prize.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker