India & World UpdatesHappeningsBreaking News
৩১ মার্চ পর্যন্ত দেশের সব রেস্তোরাঁ বন্ধ!All restuarants in India closed till 31 March!
Restaurant Owners Association of India demands closure of restaurants to avoid Corona transmission
১৮ মার্চ : আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব রেস্টুরেন্ট বন্ধ রাখার আহ্বান জানিয়েছে রেস্তোরাঁ মালিকদের সর্বভারতীয় সংগঠন দা ন্যাশনাল রেস্টুরেন্ট এসোসিয়েশন অব ইন্ডিয়া। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য রেস্টুরেন্টগুলোর কর্মী ও গ্রাহকদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির কথা চিন্তা করেই এনআরএআই এই পরামর্শ দিয়েছে। এর ফলে দেশজুড়ে থাকা প্রায় ৫ লক্ষ রেস্তোরা, কাফে, বার ইত্যাদিতে প্রভাব পড়বে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়, প্রতিটি রেস্টুরেন্টে কর্মীরা প্রতিদিন হাজারখানেক গ্রাহকের সংস্পর্শে আসেন। এতে খুব স্বাভাবিকভাবেই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। তবে সংস্থা স্পষ্ট করে দিয়েছে যে, দেশের বিভিন্ন স্থানে থাকা রেস্তোরাঁ মালিকরা চাইলে নিজের রেস্তোরাঁ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করতে পারেন। তবে এক্ষেত্রে রেস্তোরাঁগুলোর ওপর কোনও বাধ্যবাধকতা নেই। সংস্থা অবশ্য উল্লেখ করেছে যে, ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহু শহরে রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।