Barak UpdatesHappeningsBreaking News

Not corona infected, youth from Hailakandi left from SMCH
করোনা নয়, ছেড়ে দেওয়া হয়েছে হাইলাকান্দির যুবককে

১৮ মার্চ: হাইলাকান্দির যে যুবককে নিয়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চর্চা চলছিল, উদ্বেগে তার নিজের জেলায় ঢুকতে আপত্তি করা হচ্ছিল, সেই উপজাতি যুবকের দেহে করোনার কোনও লক্ষণ নেই৷ কাছাড় জেলার সার্ভেল্যান্স অফিসার ডা. অজিতকুমার ভট্টাচার্য জানান, খুব ভাল করে পরীক্ষা করা হয়েছে তাকে৷ সব রিপোর্টই নেগেটিভ৷ তাই তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে৷

ত্রিপুরা পদবীর উপজাতি যুবকটির বাড়ি হাইলাকান্দি জেলার বরুণছড়ায়৷ কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন৷ করোনা প্রকোপে সেখানে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় ছুটি পেয়ে তিনি বাড়ি ফিরছিলেন৷ ট্রেনে সামান্য সর্দি হয় তার৷ সঙ্গে গলাব্যথা৷ ডিজিটাল যুগে তার এই শারীরিক সমস্যার কথা হাইলাকান্দি জুড়ে পাঁচকান হতে সময় লাগেনি৷ সর্দি-গলাব্যথাকে করোনার লক্ষণ মনে করে শুরু হয়ে হইচই৷ আতঙ্কে অস্থির হয়ে ওঠেন অনেকে৷ দাবি ওঠে, তাকে হাইলাকান্দিতে ঢুকতে দেওয়া যাবে না৷ ট্রেন হাফলঙ স্টেশনে পৌঁছালে পুলিশ তাকে নজরে রাখতে শুরু করে৷ পরে বদরপুরে নামিয়ে গাড়ি করে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ পরীক্ষানিরীক্ষায় নেগেটিভ ফল মেলায় উদ্বেগমুক্ত হল হাইলাকান্দি জেলা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker