Barak UpdatesHappeningsBreaking News
১৩ মার্চের মধ্যে পোলিং কর্মী ও আধিকারিকদের টিকাAll employees connected with election to be vaccinated by 13 March
১০ মার্চ : নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব পোলিং কর্মকর্তাকে ফ্রন্টলাইন কর্মী হিসাবে টিকা প্রদান করা হবে। কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক কাছাড় কীর্তি জল্লি এ বিষয়ে একটি চিঠি জারি করে বলেছেন, কাছাড় জেলার সব বিভাগের কর্মী, যারা ভোটের দায়িত্ব নিয়ে নিযুক্ত রয়েছেন, তাদের আগামী শুক্রবার অর্থাৎ ১৩ মার্চের মধ্যে টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, কর্মীরা শিলচরের এসএম দেব সিভিল হাসপাতাল, উধারবন্দ বিপিএইচসি, সোনাই বিপিএইচসি, ধলাই বিপিএইচসি, নরসিংপুর এমপিএইচসি, বড়জালেঙ্গা এমপিএইচসি, লক্ষীপুর বিপিএইচসি, জয়পুর এমপিএইচসি, হরিনগর বিপিএইচসি, শালচাপড়া এমপিএইচসি, কাটিগড়া মডেল হাসপাতাল, বিক্রমপুর বিপিএইচসি, সোনাবাড়িঘাট এমপিএইচসি, কালাইন সিএইচসি এবং জালালপুর বিপিএইচসিতে টিকা দেওয়া হবে। এছাড়াও পোলিং কর্মীদের টিকা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে নীলাঞ্জন গুপ্তের মোবাইল নম্বর ৯৪৩৫৫৬৫৮০৬ এবং স্বর্ণজিৎ পালের মোবাইল ৮৩৯৯০৭১৭৫৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।