India & World UpdatesBreaking News
অবৈধ খনন : মেঘালয়কে ১০০ কোটি জরিমানা গ্রিন ট্রাইব্যুনালেরIllegal Mining: NGT imposes Rs 100 crore fine on Meghalaya govt
৫ জানুয়ারি : ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অবৈধ খননের জন্য মেঘালয় সরকারকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে। রাজ্যে থাকা অবৈধ কয়লা খনিগুলো বন্ধ করতে বিফল হওয়ার জন্যই এই জরিমানা ধার্য করা হয়েছে বলে জানায় ট্রাইব্যুনাল।
এই খনন মামলার বিষয়ে এক বরিষ্ঠ আইনজীবী বলেন, উচ্চস্তরীয় কমিটির এক রিপোর্ট ট্রাইব্যুনালের অধ্যক্ষ এ কে গোয়েলের নেতৃত্বে থাকা খণ্ডপীঠের কাছে গত ২ জানুয়ারি পেশ করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, রাজ্যে বেশিরভাগ খনি কোনও লিজ ছাড়া বা লাইসেন্স বিহীন চলছে। এরপরই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই রাজ্যে অবৈধ খননে নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষেত্রে কোনও ব্যবস্থা না নেওয়ায় মেঘালয় সরকারকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে।
আইনজীবী বলেন, শুনানির সময় রাজ্য সরকার স্বীকার করেছে যে গোটা রাজ্যে প্রচুর সংখ্যক কয়লা খনি বেআইনিভাবে চলছে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার লুমথারী গ্রামে ৩৭০ ফুট গভীর কয়লা খনিতে গত ১৩ ডিসেম্বর থেকে কম করেও ১৫ জন শ্রমিক আটকে রয়েছেন। এই খনিতে জল ঢুকে পড়ায় তাদের উদ্ধারের সব প্রয়াস ব্যর্থ হয়ে পড়ে।