Barak UpdatesHappeningsBreaking News
লক্ষীপুরে বাজেয়াপ্ত ১.৭১ কোটি টাকার বিদেশি সিগারেট
ওয়েটুবরাক, ১৫ নভেম্বর : কাছাড় জেলার লক্ষ্মীপুরে বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফের ১৩৪ নম্বর ব্যাটেলিয়নের অফিসার-জওয়ানরা লক্ষীপুরের সিঙ্গেরবন্দের নদীঘাট থেকে সোমবার ভোরে ১ কোটি ৭১ লক্ষ ২১ হাজার টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেন৷ রাত সাড়ে তিনটা নাগাদ একটি মহিন্দ্রা পিকআপ গাড়িতে লোড করা হচ্ছিল ৪৩ কার্টুন তুরস্কের সিগারেট৷ সে সময় হাতেনাতে ধরা পড়ে চারজন। ৪৩ কার্টুনে ছিল মোট ৪৩,৯০০টি প্যাকেট।
বিএসএফ জানিয়েছে, ধৃত চারজন হলেন লক্ষীপুর সিঙ্গেরবন্দ এলাকার আরশাদ হুসেন, জয়পুর রাজাবাজারের বাসিন্দা মহম্মদ ফিরোজ খান, ছত্তিশগড় রাজ্যের খামরাই অঞ্চলের বিবেক কাশ্যপ ও সুরেশকুমার সাহু। মামলা দায়ের করে সিগারেট সহ চারজনকে লক্ষীপুর থানায় সমঝে দেয় বিএসএফ।
বিএসএফের কথায়, সিগারেটগুলো নদীপথে মণিপুর থেকে এসেছিল। সিঙ্গেরবন্দে বরাক নদীতীরে সেগুলি গাড়িতে লোড করার সময় খবর পৌছয় বিএসএফের কাছে। সঙ্গে সঙ্গে অভিযানে নেমে পড়ে বিএসএফ।