NE UpdatesHappeningsBreaking News

দেশে ৬৮ নম্বরে, উত্তরপূর্বে দ্বিতীয় স্থানে আগরতলা
Agartala secures 2nd position in Northeast in implementation of smart city project

২৩ সেপ্টেম্বর : সারা দেশের হিসেবে স্থান ৬৮, আর উত্তর পুর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয়। স্মার্ট সিটি প্রজেক্ট বাস্তবায়নের তৃতীয় বর্ষে এই র‍্যাঙ্ক ত্রিপুরার রাজধানী আগরতলার। কেন্দ্রের আবাসন ও নগরোয়ন্নন মন্ত্রক এ কথা ঘোষণা করেছে।

চলতি বছরের মার্চ মাসে আগরতলা ছিল ৭৭ নম্বরে। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই অনেকটা এগিয়ে এসেছে এই শহরটি। ৯ ধাপ এগিয়ে এই সীমান্ত শহর চলতি সেপ্টেম্বর মাসে ৬৮ নম্বরে। আবার উত্তর পূর্বাঞ্চলের শহরগুলোর হিসেব ধরলে আগরতলা কোহিমার ঠিক পরেই, অর্থাৎ দ্বিতীয় স্থানে। সারা ভারতের শহরগুলোর হিসেবে কোহিমা রয়েছে তালিকার ৬২ নম্বরে।

স্মার্ট সিটি প্রকল্পটি কেন্দ্র সরকারের নেওয়া একটি লক্ষ্যপূরণ কর্মসূচি। সারা দেশ থেকে মোট ১০০টি শহরকে এর আওতায় আধুনিক করে তোলার জন্য অভিযান চালানো হচ্ছে। আগরতলা শহরে এই স্মার্ট সিটি প্রকল্পের কাজ শুরু হয়েছিল বাম নেতৃত্বাধীন সরকার থাকার সময়েই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker