NE UpdatesHappeningsBreaking News
সুস্থ হয়ে ঘরে ফেরা ব্যক্তি ফের কোভিড পজিটিভAfter recovery, man again turns +ve at home
১৩ জুন : সুস্থ ঘোষণা করে ঘরে ফেরত পাঠানো ১৪ জনের মধ্যে ৪ জনের দেহে পুনরায় সংক্রমণ পাওয়া গেছে। ফলে ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই তাদের ফের হাসপাতালে নিয়ে চিকিতসা শুরু হয়েছে। মঙ্গলদৈ হাসপাতালের এই ঘটনাটি শনিবারই সামনে এসেছে।
গত ১০ জুন সন্ধ্যায় মঙলদৈ অসামরিক হাসপাতাল থেকে দরং-এর জেলাশাসক দিলীপ বরা, বিধায়ক গুরুজ্যোতি দাস, পুলিশ সুপার অমৃত ভূইয়া, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও নার্সের উপস্থিতিতে ১০৮ অ্যাম্বুলেন্স দিয়ে ১৪ জন সুস্থ হয়ে ওঠা রোগীকে ঘরে পাঠানো হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের ভুলে সুস্থ হয়ে ওঠা দলগাঁওয়ের হামিদ আলির জায়গায় করোনা আক্ৰান্ত হানিফ আলিকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। একরাত থাকার পর পজিটিভ ব্যক্তিকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে ওঠা সবাইকে হোম কোয়ারেণ্টাইনে থাকার নিৰ্দেশ দেয় স্বাস্থ্য বিভাগ।
কিন্তু তার একদিন পরই এল উদ্বেগজনক খবরটি। ১৪ জনের মধ্যে ৪ জনের দেহে পুনরায় সংক্রমণ ধরা পড়ে। এদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ১০ জুন তারা হাসপাতাল থেকে মুক্ত হওয়ার সময় তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। কিন্তু এর আগে দু’বার পরীক্ষার পর তাদের রিপোর্ট নিগেটিভ এসেছিল। দুই রাত হোম কোয়ারেন্টাইনে থাকার পর দরং জেলার লালপুলের সিকন্দর আলি (২১), ধুলা গরাপরির লোকমান আলি (২০), সিপাঝাড় শান্তিপুখুরির হিমাংশু শর্মা (২৯) ও দলগাওয়ের সহিদুল হকের (১৯) ফলাফল পুনরায় পজিটিভ আসে। ফলে তাদের পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।