NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের দেহের সন্ধানে মেঘালয়ে নৌসেনা
ওয়েটুবরাক, ১৪ জুন: মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া জেলার কয়লা খনির গভীরে জলের তলায় আটকে থাকা শ্রমিকদের সন্ধান চালাতে ঘটনাস্থলে এসেছে নৌবাহিনীর ১০ সদস্যের একটি দল। এনডিআরএফ, এসডিআরএফ, দমকল ও পুলিশবাহিনী আগে থেকে সেখানে উদ্ধারের চেষ্টা করে চলেছে। কিন্তু পক্ষকালেও তাদের কেউ জলে ভরা সুড়ঙ্গগুলিতে পৌঁছাতে পারেননি। ওই কয়লা খনির গহ্বর থেকে নাগাড়ে জল বের করা হলেও জলতল তেমন কমেনি। তার উপরে নাগাড়ে চলছে বৃষ্টি।
গত ৩০ মে বেআইনি ওই খনির ভিতরে ডিনামাইট ফেটে দেওয়াল ধসে পড়ে। তাতে ঢুকে পড়ে নদীর জল। ওই জলেই এ বার নৌসেনা কয়লাশ্রমিকদের সন্ধানে তল্লাশি চালাবে নৌ-জওয়ানরা৷ সন্ধানহীন শ্রমিকদের অধিকাংশের বাড়ি কাছাড় জেলার কাটিগড়ায়৷