NE UpdatesBarak UpdatesHappeningsAnalytics
বিধানসভায় গুরুত্ব কমল বরাক উপত্যকার
ওয়েটুবরাক, ২০ মেঃ বরাক উপত্যকায় বিজেপির শক্তি আট থেকে ছয়ে নেমেছে। নির্বাচনের এই ফলাফলেই স্পষ্ট হয়ে পড়েছিল, এ বারের বিধানসভায় বরাক উপত্যকার গুরুত্ব কমতে পারে। মন্ত্রিসভার শপথ গ্রহণ, অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদপ্রার্থীদের বিজেপি বেছে নেওয়ার পর তা পরিষ্কার হয়ে গিয়েছে। গত বিধানসভায় পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। প্রায় একই সঙ্গে চূড়ান্ত হয়ে গিয়েছিল, দিলীপকুমার পাল উপাধ্যক্ষ হবেন। মন্ত্রক বদলালেও পরিমলবাবু টানা পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন। দিলীপবাবু মাঝপথে উপাধ্যক্ষ পদে ইস্তফা দেন। বিজেপি পরে বরাক উপত্যকা থেকেই শূন্যস্থান পূরণ করেন। দিলীপবাবুর জায়গায় আমিনুল হক লস্করকে উপাধ্যক্ষ মনোনীত করা হয়েছিল। এ বার পরিমলবাবু ফের মন্ত্রিত্বের সুযোগ পেয়েছেন। উপাধ্যক্ষ পদে নেওয়া হয়েছে দলের একমাত্র ধর্মীয় সংখ্যালঘু (খ্রিস্টান) নোমল মুমিনকে।
অন্যদিকে, বাঙালির গুরুত্বও হ্রাস পেয়েছে এ বারের বিধানসভায়। বঙ্গভাষী এক মন্ত্রী এবং এক ডেপুটি স্পিকার এতদিন দায়িত্ব পালন করছিলেন, নতুন বিধানসভায় সবেধন পরিমল শুক্লবৈদ্য।