Barak UpdatesHappeningsBreaking News
কোভিড টেস্ট নিয়ে বিমানযাত্রীদের দুর্ভোগ, টিকল হাসপাতালেই আক্রান্ত হওয়ার আশঙ্কাAir passengers allege mismanagement at Tikol Hospital
ওয়েটুবরাক, ২২ এপ্রিলঃ বুধবার বিমানযাত্রীদের বাধ্যতামূলক কোভিড টেস্টের প্রথমদিনে যারা টেস্ট এড়িয়ে গিয়েছেন, জেলা প্রশাসন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে চিঠি লিখেছে। কিন্তু যারা সরকারি নির্দেশ মেনে টেস্ট করাতে যাচ্ছেন, তাঁদের অভিজ্ঞতা দুঃসহ। বিমানবন্দর থেকে বাসে শালগঙ্গার টিকল হাসপাতালে নিয়ে যাওয়া, সেখানে শত শত মানুষকে পরীক্ষা করা, রিপোর্ট জানানো–সব ক্ষেত্রেই ভিড়, ঠেলাধাক্কা।
যাত্রীদের অধিকাংশের অভিযোগ, হাসপাতালে আনার জন্য বাসে সকলের বসার ব্যবস্থা তো নেই, ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আসতে হয় অনেককে। হাসপাতালে পৌঁছার পর পাঁচশো টাকা ফি আদায়ের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। এর বাইরে যেন আর কোনও দায়িত্ব নেই। ফি নেওয়ার পর টেস্ট করানোর কোনও সিস্টেম নেই। ফলে সাধারণ জনতাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।
কার টেস্ট কখন হবে, প্রশ্ন করেও জবাব মেলে না। একবার টেস্ট করে নিলে পরে আবার রিপোর্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সাত-আট ঘণ্টা বসে থেকেও অনেকে রিপোর্ট হাতে পান না বলে অভিযোগ করেন যাত্রীরা। বলেন, এতসব অপেক্ষা করানো হলেও সেখানে পানীয় জলের পর্যন্ত বন্দোবস্ত নেই। কেউ কেউ টিকল হাসপাতাল কোভিড টেস্ট সেন্টারের অব্যবস্থা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে জনতাকে সরব হতে আহ্বান জানিয়েছেন।
যাত্রীদের একাংশের আশঙ্কা, হাসপাতালে টেস্টের জন্য দাঁড়িয়ে থেকে কোভিডে আক্রান্ত হয়ে পড়বেন তাঁরা। কিন্তু ওইসব ব্যাপারে প্রশাসনের হেলদোল নেই। কেউ অসন্তোষ প্রকাশ করলেই স্বাস্থ্যকর্মীরা এফআইআর দায়েরের ভয় দেখান।